বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে চপ-চা নিয়ে জনতার মাঝে অভিষেক, শুনলেন অভাব-অভিযোগ
08:52 PM May 23, 2023 | Tiyasha Sarkar
Advertisement
Tap to expand 'নবজোয়ার' কর্মসূচিতে বারবার জনতার ভিড়ে মিশে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহুবার চায়ের আড্ডায় দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি বাঁকুড়ায়।
Tap to expand এদিন বিকেলে বাঁকুড়ার গোবিন্দপুর গ্রামে চপের দোকানে হাজির হলে অভিষেক। চপ খেতে খেতেই কথা বললেন দোকানের মালিক-সহ অন্যান্যদের সঙ্গে।
Tap to expand অভিষেককে কাছে পেয়েই রাস্তার সমস্যার কথা জানালেন স্থানীয়রা। সমাধানের আশ্বাসও দিলেন অভিষেক। এরপর চায়ের কাপ হাতে ধরা দিলেন তিনি।
Tap to expand শুধু রাস্তা নয়, সরকারি প্রকল্পের ঘর না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিষেক তাঁদের বলেন, "এটাই বিজেপিকে ভোট দেওয়ায় কেন্দ্রের তরফে আপনাদের উপহার।"
Tap to expand কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে অভিষেকের সঙ্গে থাকার আশ্বাস আমজনতার।
চায়ের আড্ডায় কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরলেন অভিষেক।