Advertisement
বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে চপ-চা নিয়ে জনতার মাঝে অভিষেক, শুনলেন অভাব-অভিযোগ
চায়ের আড্ডায় কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরলেন অভিষেক।
'নবজোয়ার' কর্মসূচিতে বারবার জনতার ভিড়ে মিশে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহুবার চায়ের আড্ডায় দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি বাঁকুড়ায়।
এদিন বিকেলে বাঁকুড়ার গোবিন্দপুর গ্রামে চপের দোকানে হাজির হলে অভিষেক। চপ খেতে খেতেই কথা বললেন দোকানের মালিক-সহ অন্যান্যদের সঙ্গে।
অভিষেককে কাছে পেয়েই রাস্তার সমস্যার কথা জানালেন স্থানীয়রা। সমাধানের আশ্বাসও দিলেন অভিষেক। এরপর চায়ের কাপ হাতে ধরা দিলেন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 08:52 PM May 23, 2023Updated: 08:52 PM May 23, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
