Advertisement
'বাঘ দিবসে'র অনুষ্ঠানে সচেতনতার বার্তা দিল 'শের', পুরস্কৃত বন্যপ্রাণী প্রেমীরাও
SHER এর উদ্যোগে বাঘ দিবস, একাধিক কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে।
জল-জঙ্গল সর্বত্রই আজ মানব সভ্যতার উন্নয়ণ ডঙ্কা বেজে চলেছে। বেশির ভাগ ক্ষেত্রেই এই মেকি উন্নয়নের বলি নিরীহ বন্যপ্রাণীরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকেই সচেতন হয়ে উঠতে হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হলে রেহাই পাবে না মানুষও। সম্প্রতি সোসাইটি ফর হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চেস (SHER) পালন করল 'বাঘ দিবস'। জঙ্গলের বাস্তুতন্ত্র ও দেশের জাতীয় সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে একাধিক কর্মসূচি পালিত হল এই অনুষ্ঠানে।
বাঘ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এই অনুষ্ঠানের মূল লক্ষ ছিল। 'শের' এর তরফে প্রতিষ্ঠাতা সদস্য শ্রী জয়দীপ কুণ্ডু জানান, বাঘ দিবস শুধুমাত্র একটি প্রতীকী দিন নয়, বরং জঙ্গলের বাস্তুতন্ত্র ও দেশের পরিবেশগত চেতনার বিশেষ মাপকাঠি।
জয়দীপবাবু বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, স্থানীয়দের অংশগ্রহণ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ সম্ভব নয়। বাঘ সংরক্ষণের মূলে স্থানীয়দের সদিচ্ছা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।।
বন্যপ্রাণী সুরক্ষায় যাঁরা প্রতি পদে সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, এবছর 'শের'-এর পক্ষ থেকে তাঁদেরকে পুরষ্কৃত করা হয়।
গতবছরে অভিযান চালিয়ে জিনাতকে সফলভাবে বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পশ্চিমবঙ্গ বন দপ্তর, র্যাপিড রেসপন্স ফোর্স এবং মাঠকর্মীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় এটি সম্ভব হয়েছিল। এই উদ্ধারকারী দলকে তাদের অসাধারণ সাহস ও কাজের জন্য এদিন অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়।
সাম্প্রতিক অতীতে সুন্দরবনের একটি গ্রামে বাঘ হানা দিয়েছিল। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বনকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। একইসঙ্গে বাঘটিকেও গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন। এই অভিযানে একজন কর্মী গুরুতর আহত হন। বনকর্মীদের এই সাহসী অভিযানের কথা উল্লেখ করে তাঁদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন জয়দীপবাবু।
২০১৮ সাল থেকে চালু হওয়া 'রতন লাল ব্রহ্মচারী মেমোরিয়াল অ্যাওয়ার্ড' পুরস্কারটি বন্যপ্রাণী সুরক্ষায় মাঠকর্মী ও বন কর্মীদের বীরত্বকে সম্মান জানিয়ে প্রদান করা হয়ে থাকে। এ বছর জিনাত এবং রায়দিঘি উভয় উদ্ধারকারী দলকেই এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণে যারা নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন তাঁদেরকে এবছরের 'পি. কে. সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করা হয়। কম পরিচিত প্রজাতির প্রাণী উদ্ধার ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দীপঙ্কর পোড়েল (হাওড়া) এই পুরস্কার পান। উত্তরবঙ্গে মানুষ-হাতি সংঘাত নিরসনে নিরলস প্রচেষ্টার জন্য শিলিগুড়ির অনুজিৎ বসুও পুরস্কৃত হন। এছাড়াও সুমন চক্রবর্তী (উদয়নারায়ণপুর), সাবিত্রী ষন্নিগ্রহী (পশ্চিম মেদিনীপুর) এই সম্মান লাভ করেন।
উক্ত অনুষ্ঠানে শিল্পী বাপ্পা ভৌমিকের সহযোগিতায় বাঘের উপর একটি অনন্য চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। ভারত জুড়ে ৩৩ জন স্বনামধন্য শিল্পী তাঁদের চিত্রকলা প্রদর্শন করার সুযোগ পান। এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের প্রধান বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক, স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ এবং প্রখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা কল্যাণ বর্মাকে সম্মান জানানোর মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আজীবন ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এ বিশেষ অবদানের জন্য তাঁকে সংবর্ধনা জানাল 'শের'। কল্যাণ বর্মার সাম্প্রতিক তথ্যচিত্র 'প্রজেক্ট টাইগার' ব্যাঘ্র সংরক্ষণ আন্দোলনের ৫০ বছরের ইতিহাসকে তুলে ধরেছে। এ এক অনন্য প্রয়াস। মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে 'শের' আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
Published By: Buddhadeb HalderPosted: 06:46 PM Jul 12, 2025Updated: 06:46 PM Jul 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
