Advertisement
‘ভোটচুরি’ ইস্যুতে সরব হওয়ায় বিরোধীদের কণ্ঠরোধ! লেন্সবন্দি দিল্লি পুলিশের 'বর্বরতা'
রণক্ষেত্র দিল্লি।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে ‘ভোটচুরি’র প্রতিবাদে রণক্ষেত্র দিল্লি। সোমবার সংসদ ভবন থেকে অন্তত ২০০ বিরোধী সাংসদ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা দিলে সেই মিছিল আটকায় পুলিশ।
পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, সপা সাংসদ ডিম্পেল যাদব-সহ অন্যান্যরা।
ব্যারিকেড টপকে চলে আসেন সপা সাংসদ অখিলেশ যাদবও। কোনওমতে তাঁকে ঠেকিয়ে ব্যারিকেডের ওপারে পাঠানোর চেষ্টা করে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 05:45 PM Aug 11, 2025Updated: 05:45 PM Aug 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
