Advertisement
আধুনিকতা 'গ্রাস' করছে পুরাতনকে! শতবর্ষের প্রাক্কালে কোন চমক ভানু বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজোয়?
৯৯তম বর্ষে নবপল্লি সংঘের পুজোর থিম 'গ্রাস'।
আধুনিকতা ক্রমশ গিলে খাচ্ছে পুরনো ঐতিহ্যকে।। যতই সময়ের দাবি হোক, তবু এমন পরিবর্তন ঘিরে নানা আশঙ্কারও জন্ম হচ্ছে।
আধুনিকতা যা কিছু গিলে খেয়েছে তার মধ্যে অন্যতম কুমোরের জীবিকা। এখন খুব কম দেখা যায় মাটির থালা, গ্লাস, বাটি। দৈনন্দিন জীবন থেকে ক্রমেই দূরে সরে গিয়েছে এই সব বাসনপত্র।
এবার নবপল্লি সংঘের থিমের নাম 'গ্রাস'। পুজো মণ্ডপ সেজে উঠছে মাটির তৈরি বিভিন্ন পুতুল, থালা ও অন্যান্য সামগ্রী দিয়ে। যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে দাবি পুজো কমিটির।
সমগ্র পরিকল্পনা ও রূপায়ণে রয়েছে শিল্পী সৈকত মণ্ডল ও প্রতিমা তৈরি করছেন অরিজিৎ দাস। দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা।
এছাড়া বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিখ্যাত ডিজাইনারদের পোশাকে দেখা যায় মাহিকাকে। ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ডের মতো জায়গা রয়েছে তাঁর ভ্রমণ তালিকায়।
Published By: Subhankar PatraPosted: 08:31 PM Sep 16, 2025Updated: 12:54 PM Sep 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
