Advertisement
বছর ২০ বাদে পুজোর মরশুমে প্রত্যাবর্তন গ্লোব সিনেমার, 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব-সৃজিত
পুজোর মরশুমে 'ডাবল স্ক্রিন' নিয়ে প্রত্যাবর্তন আইকনিক গ্লোব সিনেমার।
পুজোর মরশুমে বাঙালি সিনেদর্শকদের জন্য সুখবর। কুড়ি বছর বাদে আইকনিক গ্লোব সিনেমার দোর খুলল দেব-সৃজিতের হাত ধরে। অভিনব উদ্যোগ অজন্তা সিনেমা হলের মালিক তথা সিনে পরিবেশক শতদীপ সাহার।
লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমা! ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবিগুলো প্রদর্শিত হয়েছিল এই প্রেক্ষাগৃহে।
এবার পুজোর মরশুমে পুরনো খোলনলচে বদলে অত্যাধুনিক সাজে ফিরল শহরের ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাগৃহ গ্লোব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম টেক্কা থেকে দেব এবং সৃজিত।
Published By: Sandipta BhanjaPosted: 05:10 PM Oct 06, 2024Updated: 05:10 PM Oct 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ