Advertisement
গুয়াহাটি পৌঁছেই কামাখ্যা মন্দিরে গম্ভীর, তৃতীয় টি-টোয়েন্টিতেও বুমরাহকে বাদ দিয়ে প্রথম একাদশ?
তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন অক্ষর প্যাটেল?
রবিবার গুয়াহাটিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। সূর্যকুমাররা সিরিজ জয়ের কাজটা ভারতীয় বোর্ড সচিবের শহর গুয়াহাটিতেই সেরে রাখতে চাইছেন। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর দিন দশেক বাকি।
তৃতীয় টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতের প্রথম একাদশ? বুমরাহকে কি ফেরানো হবে? একই সঙ্গে প্রশ্ন, অক্ষর প্যাটেলের চোটের কী অবস্থা? তাঁকে এই ম্যাচে দেখতে পাওয়া যাবে কি?
গুয়াহাটিতে পৌঁছেই ভারতের কোচ গৌতম গম্ভীর চলে যান কামাখ্যা মন্দিরে পুজো দিতে। ধর্মস্থানের সঙ্গে গম্ভীরের সংযোগ নতুন নয়। যেখানেই যান, সেই অঞ্চলের মন্দির দর্শন করেন। যাকে অনেকে মজা করে 'টেম্পল রানও' বলেন।
রবিবার সকালে কড়া নিরাপত্তায় কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। পরনে কালো টি-শার্ট, মাথায় হলুদ চন্দন। তবে তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি।
আগামী ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে টি-টোয়েন্টি অভিযান শুরু করবে ভারত। টিম ম্যানেজমেন্ট জয়ের মোমেন্টাম ধরে রাখতে চাইছে। গুয়াহাটিতে দলে খুব একটা পরিবর্তন হয়তো হবে না।
তবে পুরোটাই নির্ভর করছে অক্ষর প্যাটেল আর জশপ্রীত বুমরাহর উপর। বুমরাহকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল। আসলে বিশ্বকাপের কথা মাথায় রেখেই বুমরাহকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে।
তবে একটা জল্পনা রয়েছে, বুমরাহকে বিশ্রাম নয়, বসিয়ে দেওয়া হয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে একেবারেই ভালো ছন্দে ছিলেন না তিনি। আবার এটাও মনে করা হচ্ছে, এই সিরিজে তাঁকে একটা ম্যাচে খেলিয়ে পরেরটায় বিশ্রাম দেওয়া হবে।
অক্ষর প্যাটেল আবার চোট পেয়েছিলেন। এই ম্যাচে যদি বুমরাহকে খেলানো হয়, তাহলে অর্শদীপ সিং আর হর্ষিত রানার মধ্যে কাউকে বাইরে বসতে হবে। অক্ষর ফিরলে কুলদীপকে বিশ্রাম দেওয়া হতে পারে।
টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সূর্য। রান পাচ্ছিলেন না। রায়পুরের টি-টোয়েন্টিতে একেবারে পুরোনো সেই সূর্য। ৩৭ বলে ৮২ রান করেন তিনি।
Published By: Arpan DasPosted: 12:04 PM Jan 25, 2026Updated: 12:04 PM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
