Advertisement
টেস্ট জয়ের নিরিখে লর্ডসে অনেক পিছিয়ে ভারত, শুভমানরা পারবেন পরিসংখ্যান বদলাতে?
রইল লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের শেষ দশ টেস্টের খতিয়ান।
এজবাস্টনে প্রথমবার টেস্টে জয় পেয়েছে ভারত। পরের টেস্ট লর্ডসে। সেখানেও টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ১৯টি টেস্টের মধ্যে জিতেছে মাত্র ৩টিতে, ড্র ৪টি, হার ১২টিতে। শুভমান গিলরা কি পারবেন ফের জয় ছিনিয়ে এনে সিরিজে এগিয়ে যেতে? গত দশটি টেস্টে লর্ডসে ভারতের পরিসংখ্যানই বা কীরকম?
২০২১ সালের আগস্টে বিরাট কোহলির নেতৃত্বে ১৫১ রানে জিতেছিল ভারত। সেই ম্যাচের শেষ ইনিংসে ইংল্যান্ডকে ১২০ রানে চুরমার করেছিলেন মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহরা। প্রথম ইনিংসে ১২৯ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন কেএল রাহুল। এবারের টেস্টেও তিনজনেই খেলতে পারেন। তবে দলে নেই হাফসেঞ্চুরি করা মহম্মদ শামি।
২০১৮ সালের ফলাফল অবশ্য ভারতের পক্ষে যায়নি। বিরাট কোহলির নেতৃত্বে সেবার এক ইনিংস ও ১৫৯ রানে হেরেছিল ভারত। ১৩৭ রানের পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ক্রিস ওকস। এবারও ইংল্যান্ড দলে থাকতে পারেন তিনি।
২০১৪-য় মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া ৯৫ রানে জয় পেয়েছিল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন অজিঙ্ক রাহানে। তবে ম্যাচের নায়ক অবশ্যই ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসে ৭৪ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। যা আজও লর্ডসে কোনও ভারতীয়র সেরা বোলিং। তবে ভুলে গেলে চলবে না, ভুবনেশ্বর কুমার প্রথম ইনিংসে ৮২ রানে ৬ উইকেট পেয়েছিলেন।
মহেন্দ্র সিং ধোনির দল ২০১১ সালে লর্ডসে সাফল্য পায়নি। প্রথম ইনিংসে কেভিন পিটারসেনের অপরাজিত ২০২ রানের দাপটে ভারত ১৯৬ রানে হারে। রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরি কিংবা প্রবীণ কুমারের ৫ উইকেট ভারতকে জেতাতে পারেনি।
২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে লর্ডসে ড্র করে ভারত। বলা যায়, বৃষ্টি বাঁচিয়ে দিয়েছিল ভারতকে। সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি ও দ্রাবিড়ের মতো তারকা ব্যাটাররা থাকলেও সাফল্য আসেনি। সেঞ্চুরি করে ম্যাচের নায়ক হন কেভিন পিটারসেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ২০০২ সালে লর্ডসে ১৭০ রানে হেরেছিল। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অজিত আগরকর। বিপরীতে ইংল্যান্ডের নাসের হুসেন, মাইকেল ভন ও জন ক্রলি সেঞ্চুরি করেছিলেন।
লর্ডস টেস্ট ড্র হয়েছিল ১৯৯৬ সালে। তখন ভারতের অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তবে ওই ম্যাচ অন্য আরেকটি কারণে বেশি জনপ্রিয়। অভিষেক টেস্টে ১৩১ রান হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই টেস্টে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়ের (৯৫)।
১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ আজহারউদ্দিনের ভারত হেরেছিল ২৪৭ রানে। ইংরেজ অধিনায়ক গ্রাহাম গুচ প্রথম ইনিংসে রেকর্ড ৩৩৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৩ রান। অর্থাৎ একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছিলেন।
Published By: Arpan DasPosted: 04:59 PM Jul 09, 2025Updated: 04:59 PM Jul 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
