Advertisement
অধিনায়ক শ্রেয়স, চ্যাম্পিয়ন আরসিবি'র এক, আইপিএলের সেরা একাদশ বাছল সংবাদ প্রতিদিন ডিজিটাল
কোন দল থেকে স্থান পেলেন ক'জন?
সাই সুদর্শন ১৫ ম্যাচে ৭৫৯ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। একটি সেঞ্চুরিও আছে। গুজরাট টাইটান্সের সাফল্যের নেপথ্যে রয়েছে গিলের সঙ্গে তাঁর ওপেনিং পার্টনারশিপ। টেস্টেও তাঁকে রোহিতের 'বিকল্প' হিসেবে দেখা হচ্ছে।
অবশেষে বহু প্রতীক্ষিত আইপিএল ট্রফি ঝুলিতে ঢুকেছে। বিরাট কোহলির পারফরম্যান্সও অসাধারণ। ১৫ ম্যাচে করেছেন ৬৫৭ রান। আটটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন। সর্বোচ্চ ৭৩*।
১১ বছর পর পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ার। ১৭ ম্যাচে করেছেন ৬০৪ রান। স্ট্রাইক রেট ১১৭৫। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে ৪১ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেরা একাদশের অধিনায়কও তিনি?
আইপিএলে আগুনে ফর্মে ছিলেন কেএল রাহুল। গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১৩ ম্যাচে তাঁর রান ৫৩৯। দুরন্ত ফর্মের পুরস্কার পেতে পারেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তিনি।
আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। মুম্বই ব্যাটার ১৬ ম্যাচে করেন ৭১৭ রান। ১৫ ম্যাচে তাঁর রানের ছবিটা এরকম- ২৯, ৪৮, ২৭*, ৬৭, ২৮, ৪০, ২৬, ৬৮*, ৪০*, ৫৪, ৪৮*, ৩৫, ৭৩*, এবং ৫১*, ৪৪।
আইপিএলে আগুন মেজাজ অব্যাহত রেখেছেন নিকোলাস পুরান। টুর্নামেন্ট জুড়ে ৪০টি ছক্কা হাঁকিয়ে পুরস্কারও পেয়েছেন। ১৪ ম্যাচে করেছেন ৫২৪ রান। লখনউ এবারও ব্যর্থ হলেও ভরসা জুগিয়েছেন পুরান-মার্শরা।
চলতি মরশুমটা একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। তবু তার মধ্যেও যেটুকু আশার আলো আছে, সেখানে নাম আসবে নূর আহমেদের। এই আফগান স্পিনার ১৪ ম্যাচে তুলেছেন ২৪ রান। সেরা বোলিং ১৮ রান দিয়ে ৪ উইকেট।
মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যাট হাতে সেরকম কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ১৫ ম্যাচে করেছেন ২২৪। কিন্তু স্ট্রাইকরেট ১৬৩.৫০। অন্যদিকে বল হাতে ১৫ ম্যাচে তুলেছেন ১৪টি উইকেট।
প্রসিদ্ধ কৃষ্ণকে ৯.৫০ কোটি টাকা দিয়ে কিনেছিল গুজরাট। ১৫ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৫। বেগুনি টুপির দৌড়ে আপাতত সবার উপরে। আইপিএলের ফর্ম ইংল্যান্ডের টেস্ট সফরে বজায় রাখতে পারলে ভারতীয় দল উপকৃত হবে।
Published By: Arpan DasPosted: 07:59 PM Jun 04, 2025Updated: 07:59 PM Jun 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
