Advertisement
ডায়াবেটিসে ভুগছে বার্বিও! 'অসুস্থতা' নিয়েই ছোটদের 'বন্ধু' এই জনপ্রিয় পুতুল
বার্বিকে নিয়ে কেন এত কাটাছেঁড়া?
রক্ত-মাংসে গড়া মানুষের রোগ হওয়া স্বাভাবিক। তা বলে বার্বিরও শরীর খারাপ? প্রাণহীন পুতুলেরও অসুস্থতা? অবাক হচ্ছেন নিশ্চয়ই। অবাক হলেও এটাই সত্যি যে, বার্বি ভুগছে রোগে।
নতুন অবতারে ধরা দেওয়া বার্বির হাতে গ্লুকোজ মনিটর। আবার কোমরে ইনসুলিন পাম্প। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ডায়াবেটিসে ভুগছে বার্বি।
তা বলে সাজগোজে কোনও ত্রুটি নেই। পরনে নীল পোশাক। তার উপর পলকা ডট। সঙ্গে মানানসই আকাশি রঙের জুতো এবং হাতে ব্যাগ। চুল খোলা।
এখনও মনের কোণে নিশ্চয়ই খটকা রয়ে গিয়েছে? তবে চলুন বিষয়টা খোলসা করা যাক। আসলে এভাবে ডায়াবেটিস নিয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছে ওই জনপ্রিয় খেলনা সংস্থা।
বর্তমানে টাইপ ওয়ান ডায়াবেটিস ক্রমশ বাড়ছে। যা মূলত শিশু ও কিশোরদের বেশি হয়। ছোটবেলায় মধুমেহ হওয়া মানেই জীবন স্তব্ধ হয়ে যাওয়া যে নয়, সে বার্তা পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তা-ই তো 'অসুস্থ' পুতুলের সাজগোজে কোনও খামতি নেই।
জনপ্রিয় খেলনা সংস্থার মতে, শিশুরা খেলার মাধ্যমে অনেক কিছু শেখে। তাই খেলার ছলে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার জন্য এমনভাবে তৈরি করা হয়েছে বার্বিকে।
কোনও শিশুর রক্তে শর্করা মাত্রা বেশি থাকলেই আতঙ্কিত হয়ে পড়েন বাবা-মায়েরা। তার ফলে নানা বিধিনিষেধ আরোপ হতে থাকে সন্তানের উপর। আর তাতে ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ে খুদেরা। মধুমেহ থাকলেও যে হেসে খেলে জীবন কাটানো যায়, সে বার্তা দেওয়া হয়েছে।
এই প্রথমবার নয়, চেনা ছক ভেঙে বার্বিকে আবিষ্কারের চেষ্টা হয়েছে আগেও। একসময় কালো-সাদা সুইমস্যুটে খুবই জনপ্রিয় হয়ে ওঠে বার্বি।
নীল আর্মস্ট্রংয়ের চন্দ্রাভিযানের পর মহাকাশচারী রূপে ধরা দিয়েছিল বার্বি। সাত-আটের দশকে বার্বি ছিল যেন পরী।
Published By: Sayani SenPosted: 11:36 PM Jul 09, 2025Updated: 11:47 PM Jul 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
