Advertisement
ইমোজির ভুল প্রয়োগে জীবন ঘেঁটে ঘ! বিশ্ব ইমোজি দিবসে জেনে নিন কোনটার কী অর্থ
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থেকে ফেসবুক, সব সোশাল প্ল্যাটফর্মেই ইমোজি ব্যবহার এখন জলভাত।
হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট কিংবা টেক্সট মেসেজ করলেও মনের ভাব ব্যক্ত করতে ইমোজির জুড়ি মেলা দায়। ইমোশনের ইমো আর ইমেজের জি মিশেই হয়ে গিয়েছে। দারুণ এই কম্মটি চালু করে জাপান ১৯৯৭ সালে। একে একে প্রায় সব মোবাইল কোম্পানিই নেমে পড়ে মাঠে। শুরু হয় ইমোজির বিবর্তন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থেকে ফেসবুক, সব সোশাল প্ল্যাটফর্মেই ইমোজি ব্যবহার এখন জলভাত। কিন্তু সব ইমোজির মানে জানেন? বিষয় বা পরিস্থিতির সঙ্গে ঠিক ইমোজিটিই পাঠাচ্ছেন তো? বিশ্ব ইমোজি দিবসে চলুন জেনে নেওয়া যাক।
মগজে বিস্ফোরণ (Exploding Head)- মাথার মধ্যে বিস্ফোরণ! দেখে মজা লাগলেও, যেখানে সেখানে এই ইমোজির ব্যবহার একদম নয়। মাথায় বিস্ফোরণ ইমোজিটি হতবাকের মতো দেখতে লাগলেও, এর মানে মোটেই তা নয়। বরং হঠাৎ কোনও আইডিয়া এসে গেল, দুম করে চমকে গেলেন কিংবা কোনও বিষয়ে অবিশ্বাসী হলে এটি ব্যবহার হতেই পারে।
পরি হু ম্যায় (Angel Face)- মাথার উপর নীল রঙের বলয়! ঠিক যেন শনিগ্রহ। তার নিচে মিষ্টি একটা হাসিমুখ। ইমোজির দুনিয়ায় এর নাম অ্যাঞ্জেল ফেস। ইমোজি দেখলে মনে হবে ভাজা মাছটি উলটে খেতে জানে না। আসলে কিন্তু মহাবিচ্ছু এই ইমোজি। এটি মূলত ব্যবহার হয়, সবজান্তা হয়েও, দেখুন আমি কতটা মাটির মানুষ বোঝাতেই!
অবাক পৃথিবী (Eye Rolling Emoji)- মুখ পুরো হাঁ, চক্ষু দুটো ছানাবড়া করে চড়কগাছে। দেখলেই মনে হবে ভূত দেখল নাকি। বেশিরভাগ মানুষ কোনও বিষয়ে অবাক হলেই এটা ব্যবহার করে। তবে এই ইমোজির আসল ব্যবহার কিন্তু একেবারেই উলটো। কাউকে কোনও কাণ্ডে হাতে নাতে ধরে ফেলেছেন, সে ব্য়াটা বিষয়টা একেবারে কাটিয়ে দিল কিংবা অজান্তে ভুল করে বসলে এটি ব্যবহার করা যায়। ইমোজির দুনিয়ায় এর নাম ফ্লাসড ফেস। সব ব্যাপারেই আপনি একেবারে বিন্দাস সেটা বোঝাতেও নাকি এই ইমোজির ব্যবহার হতে পারে।
সত্যি হাঁচি (Sneezing Face)- এ হাঁচি সে হাঁচি নয়। ইমোজির দুনিয়ায় হাতে টিস্যু নিয়ে গোলাকার মুখ। এই হাঁচির নেপথ্যে শরীর খারাপের লেশমাত্র নেই। বরং আপনি কারও কাজে হতাশ হলে এটি ব্যবহার করতে পারেন কিংবা কাউকে যদি বোঝাতে হয় যে তাঁর কাজে আপনি একটুও খুশি নন, তাহলে এই হাঁচির ইমোজি ব্যবহার মাস্ট!
লোকে আমায় পাগল বলে (Face with Steam From Nose)- তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এই ইমোজি সবচেয়ে ভুল ভাবে ব্যবহার করা হয়। বেশিরভাগ মানুষ নাকি এটিকে হতাশ বা রাগের ক্ষেত্রে ব্যবহার করে। তবে এটির আসল মানে বিজেতা। এই ইমোজির আরেক নাম ম্যাড ফেস!
বাঁকা মুখ (Smirking Emoji)- কেউ আপনাকে এটা পাঠালো। আর আপনি ভাবলেন, বাঁকা মুখে ভেংচি কেটেছে। আপনার এই ভাবনায় একেবারেই জল। তথ্য বলছে, এই ইমোজির সঙ্গে ভেংচি কাটার কোনও যোগই নেই। বরং এর নেপথ্যে রয়েছে সুপ্ত যৌন ইচ্ছে। কাউকে যৌনতায় উসকানি দিতে নাকি এই ইমোজি ব্যবহার করা হয়।
উলটে গিয়ে পালটে গেলাম (Upside Down Emoji) ছিল হাসি হয়ে গেল ব্যঙ্গ! কাউকে কোনও কিছু নিয়ে ব্যঙ্গ করতে এই ইমোজির দারুণ ব্যবহার। কাউকে হ্যাটা করতেও এই ইমোজি ব্যবহার করা যায়। তথ্য বলছে, কারও কোনও কথা যদি পছন্দ না হয়, উলটে গিয়ে তাঁকে আপাদমস্তক মেপে নেওয়া বোঝাতেও এটির ব্যবহার হয়।
আজ্ঞে হ্যাঁ (head shaking vertically)- কাউকে কোনও ব্যাপারে সম্মতি দেওয়া মোটেই চাট্টিখানি কথা নয়। অনেকে ভেবে-চিন্তে অবশেষে আমরা মৃদু হাসিতে উপর-নীচে মাথা হেলিয়ে সম্মতি দিয়ে থাকি। তথ্য বলছে, কাওকে সম্মতি প্রদানে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। ইমোজিটি সাধারণত উপর-নীচ মাথা হেলিয়ে ভাবপ্রকাশ করে, যা সাধারণত 'হ্যাঁ' বা 'সম্মতি' বোঝায়।
দ্বিমত ছিল, আছে, থাকবে (Head Shaking Horizontally emoji)- অন্যের কথায় সবসময় সহমত হওয়া যায় না। প্রায়শই আমরা কারও সঙ্গে সহমত হতে না পারলে মাথা এপাশ ওপাশ নাড়িয়ে দ্বিমত প্রকাশ করি। এই ইমোজিটি এপাশ-ওপাশ মাথা নাড়িয়ে নিজের দ্বিধা প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে। কারও সঙ্গে সহমত হতে না পারলে ডিজিটাল যোগাযোগে নির্দ্বিধায় এই ইমোজি ব্যবহার করতে পারেন।
সুন্দরী হতে সেলুনে ঢুকেছি (person in steamy room)- শরীর ও মনের ক্লান্তি দূর করতে সেলুনে ঢুকেছেন? মনোরম পরিবেশে ম্যাসাজ বা স্পা করাবার মজাই আলাদা। আর এই অনুভূতি বন্ধুকে জানাতে হলে একটা ইমোজিই যথেষ্ট। এই ইমোজিটি সাধারণত ব্যবহার করেন সেলুন বা স্পা-এ থাকা মহিলা। নিজের মনের আরাম ও অনুভূতি জানাতে মহিলারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই ইমোজি।
Published By: Buddhadeb HalderPosted: 07:45 PM Jul 17, 2025Updated: 07:45 PM Jul 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
