Advertisement
'মোহনবাগানের ভালোর জন্য', সচিব পদে মনোনয়ন সৃঞ্জয় বোসের, সঙ্গী দেবাশিস দত্ত, দেখুন অ্যালবাম
মনোনয়ন জমা দেওয়ার পর দেবাশিস দত্তের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন সৃঞ্জয় বোস।
মোহনবাগান সচিব পদে মনোনয়ন পেশ করলেন সৃঞ্জয় বোস। এদিন বিকেল পাঁচটা নাগাদ সচিব পদে তিনি মনোনয়ন জমা করেন। সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন।
এদিন মোহনবাগান ক্লাবে উপস্থিত ছিলেন বিদায়ী সচিব দেবাশিস দত্ত, সহ-সভাপতি কুণাল ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব। মনোনয়ন জমা দেওয়ার পর ক্লাব চত্বরে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। সৃঞ্জয় বোস যে ফের মোহনবাগানের সচিব হচ্ছেন, তা নিশ্চিত। সেক্ষেত্রে সভাপতি হতে পারেন দেবাশিস দত্ত।
মনোনয়ন জমা দেওয়ার পর দেবাশিস দত্তের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন সৃঞ্জয় বোস। সেখানে তাঁর সাফ ঘোষণা, মোহনবাগানের উন্নতির স্বার্থেই দুপক্ষ এক হচ্ছেন। এবং যে কমিটি তৈরি হবে, তা মোহনবাগানের সেরা একাদশ হিসেবে কাজ করবে।
এর আগে নির্বাচন উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে সভা করেন সৃঞ্জয় বোস। একই ভাবে প্রচার করেন দেবাশিস দত্তও। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সৃঞ্জয় বোস বলেন, "আমাদের লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভালো। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের নতুন যে কমিটি হবে, তা শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে।”
সদস্য-সমর্থকদের চাহিদা পূরণই যে মুল লক্ষ্য, সেটা জানিয়ে দিয়েছেন সৃঞ্জয় বোস। তিনি বলেন, "আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব।" এছাড়া এদিন ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন সম্রাট ভৌমিক, সিদ্ধার্থ রায়, প্রাক্তন ফুটবলার শিলটন পাল।
সৃঞ্জয় বোস আরও বলেন, "সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমরা প্রচুর সমর্থকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের সমস্যা-অভিযোগ জেনে সমাধানের আশ্বাস দিয়েছি।"
Published By: Arpan DasPosted: 08:33 PM Jun 09, 2025Updated: 08:33 PM Jun 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ