Advertisement
'ওরাও সমাজের অংশ', পথকুকুর নিয়ে 'সুপ্রিম' নির্দেশের বিরোধিতায় কলকাতায় মিছিল
সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে সেলিব্রিটি থেকে আমজনতার বিরাট অংশ সরব।
দিল্লির পথকুকুর নিয়ে 'সুপ্রিম' নির্দেশের বিরোধিতায় কলকাতায় মিছিল। রবিবার পথে নামলেন পশুপ্রেমীরা। ছিলেন তারকারাও। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
ব্যানার, পোস্টার হাতে মিছিলে শামিল হন পশুপ্রেমীরা। "কুকুররাও সমাজের অংশ, এই রায় বলবৎ হতে পারে না", সরব সারমেয়প্রেমীরা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
দিল্লিতে পথকুকুরদের কামড়ে জলাতঙ্ক এবং তার জেরে আমজনতার মৃত্যু- দুটোই উদ্বেগজনকভাবে বাড়ছে। যার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরতে হবে। তাদের নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যতটা প্রয়োজন বলপ্রয়োগ করে পথকুকুরদের ধরতে হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। শীর্ষ আদালতের মতে, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রতিবাদে সেলিব্রিটি থেকে আমজনতার বিরাট অংশ সরব। তারপরেই বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, “সারমেয়দের নিয়মিত নির্বীজকরণ এবং টিকাদানের বিষয়টি খতিয়ে দেখা হবে।”
Published By: Sayani SenPosted: 07:27 PM Aug 17, 2025Updated: 07:28 PM Aug 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
