Advertisement
অতীতেও বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে ভারত, আহমেদাবাদ উসকে দিল একডজন ভয়াবহ স্মৃতি
এখনও শুকায়নি দগদগে ক্ষত
অহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনা। টেক অফের খানিকক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগে এরকমই একাধিক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। এক নজরে ফিরে দেখা যাক অতীতের সেই সব মর্মান্তিত অধ্যায়। ২০১০ সালে ম্যাঙ্গালোর বিমানবন্দরের রানওয়েতে নামতেই দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানটি দুবাই থেকে আসছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫৮ জন যাত্রীর।
২০০০ সালে নিয়ন্ত্রণ হারিয়ে পাটনার একটি আবাসনে ভেঙে পড়ে অ্যালায়েন্স এয়ার লাইন্সের বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয় ৫৫ জন যাত্রীর। প্রাণ যায় আরও ৫ জনের। তবে তাঁরা বিমানের ভিতর ছিলেন না।
১৯৯৬ সালে হরিয়ানায় মাঝআকাশে সৌদি আরব ও কাজাখাস্তানের দু'টি বিমানের সংঘর্ষে মৃত্যু হয় ৩৪৯ জনের। ভারতের মাটিতে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এটিই।
১৯৯৩ সালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে যাত্রা শুরুর পরই রানওয়ের শেষে প্রান্তে একটি ট্রাকে ধাক্কা খায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মৃত্যু হয় ৫৫ জন যাত্রীর। জানা যায়, পাইলটের ভুল এবং যোগাযোগে ফাঁক থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
১৯৯০ সালে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। মৃত্যু হয় ৯২ জন যাত্রীর।
১৯৮৮ সালে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মৃত্যু হয় ১৩০ জন যাত্রীর। জানা যায়, পাইলটের ভুলের কারণেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
১৯৭৬ সালে যান্ত্রিক ত্রুটির জেরে মুম্বইয়ের বান্দ্রা উপকূলের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। মৃত্যু হয় ৯৫ জন যাত্রীর।
Published By: Subhodeep MullickPosted: 08:17 PM Jun 12, 2025Updated: 09:33 AM Jun 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
