Advertisement
বলিউডের ভাইজান থেকে টলিউডের কৌশানী, কেমন কাটল সেলেবদের রাখি? দেখুন ছবি
কীভাবে রাখি উদযাপন করলেন টলি থেকে বলি তারকারা দেখে নিন।
রাখি পূর্ণিমায় দিদির কাছে রাখি পরলেন ভাইজান। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। ভাই-বোনের আদুরে মুহূর্তের ছবিতেই স্পষ্ট স্নেহের পরশ ঠিক কতটা মজবুত।
ভাই কাছে নেই আজ প্রায় পাঁচ বছর। সুশান্তের চলে যাওয়ার পর থেকে রাখির দিনগুলো কাটে স্মৃতিরোমন্থন করেই। এবছরও একইভাবে স্মৃতির অতলে ডুব দিয়েছেন সুশান্তের দিদি।
বলিপাড়ার ভাই-বোন ইব্রাহিম ও সারা আলি খান। রাখির দিন ভাই ইব্রাহিমকে রাখি পরিয়ে এদিনটা উদযাপন করলেন সারা, সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবিই।
টলিপাড়ার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখোপাধ্যায়, শুটিংয়ের ফাঁকে ঠিক বিশেষ দিন উদযাপনের জন্য সময় বের করে নেন। রাখির দিনে ভাইয়ের হাতে রাখি পরিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন তিনি। হাসিমুখে ধরা দিলেন দু'জনেই।
শুটিংয়ের ফাঁকে কিছুটা সময়। কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই কাটে শুটিংয়ের সেটে। সেখানেই সখ্যতা জমে ওঠা মানুষগুলোর সঙ্গে বিশেষ দিনের সেলিব্রেশনে মেতে ওঠেন ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। সেভাবেই সহ-অভিনেতার হাতে রাখি পরিয়ে দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র।
Published By: Arani BhattacharyaPosted: 07:23 PM Aug 09, 2025Updated: 07:28 PM Aug 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
