Advertisement
পরম-পিয়ার 'বড়দিন', ঘনিষ্ঠদের নিয়ে বিশেষ পার্টি, টলিউডের এলেন কারা?
২৪ ডিসেম্বর পরমের বাড়ি হয়ে উঠল তারকার মেলা৷
ক্রিসমাস ইভে পরমব্রতর বাড়িতে হইহই কাণ্ড! একঝাঁক লোকজন, দেদার পার্টি৷ ক্রিসমাস ইভে টলিউডের ঘনিষ্ঠদের বাড়িতে নিমন্ত্রণ করে ফেললেন পরম-পিয়া৷
২৭ নভেম্বর টুক করে বিয়ে সেরে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাঁদের সই বিয়েতে হাজির ছিলেন শুধু পরম-পিয়ার নিকট আত্মীয়রা৷ সেদিনই বিকেলে রেখেছিলেন রিশেপসন৷ কিন্তু সেই অনুষ্ঠানে হাজির ছিলেন না টলিপাড়ার কেউই৷
তবে কথা দিয়েছিলেন পরম ও পিয়া৷ ইন্ডাস্ট্রির বন্ধুদের পার্টি দেবেন৷ শেষমেশ, কথা রাখলেন৷ ক্রিসমাস ইভকেই বেছে নিলেন বিয়ের পর প্রথম পার্টি হিসেবে৷
তবে এই পার্টিতেও বাছাই করা লোকজন৷ পরম-পিয়ার ঘনিষ্ঠরাই এন্ট্রি পেলেন জমজমাট এই পার্টিতে৷পার্টিতে দেখ গেল, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষকে৷
Published By: Akash MisraPosted: 11:02 PM Dec 24, 2023Updated: 12:27 AM Dec 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
