Advertisement
মার্কিন কংগ্রেসে মোদি যেন 'সুপারস্টার', সেলফি-অটোগ্রাফের আবদার সাংসদদের, রইল অ্যালবাম
মার্কিন কংগ্রেসে ১৫ বার স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয় মোদিকে।
নেলসন ম্যান্ডেলার নজির ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র থেকে করোনা টিকা, মঙ্গল অভিযান থেকে অর্থনীতি— নানা বিষয়ই উঠে আসে তাঁর বক্তব্যে।
মার্কিন কংগ্রেসে মোদিকে স্বাগত জানাতে উঠে দাঁড়ান সদস্যরা। স্ট্যান্ডিং ওভেশনের পাশাপাশি 'মোদি মোদি' হর্ষধ্বনিতে ভরে ওঠে কংগ্রেস ভবন। বক্তৃতার পরেই টের পাওয়া যায়, মার্কিন মুলুকেও তুমুল জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী।
মোদির বক্তব্য শেষ হতেই তাঁকে ঘিরে ধরেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। মুগ্ধ ভক্তের মতো তাঁকে ঘিরে ধরে সেলফি তুলতে চান তাঁরা।
মার্কিন কংগ্রেসের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। হাসিমুখেই সব সদস্যদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। সেলফির পাশাপাশি প্রচুর অটোগ্রাফও দেন প্রধানমন্ত্রী।
কয়েকদিন আগেই ভারতের গণতন্ত্রের সমালোচনা করে চিঠি লিখেছিলেন মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য। তা সত্ত্বেও মার্কিন কংগ্রেসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মোদি।
Published By: Anwesha AdhikaryPosted: 09:48 AM Jun 23, 2023Updated: 10:40 AM Jun 23, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
