shono
Advertisement

ছোট পোশাক পরায় যাত্রীকে হেনস্তা জেটব্লু বিমান সেবিকার!

শর্টসের উচ্চতা খুবই কম! এই পোশাক পরে বিমানে সফর করা যাবেনা৷ জেটব্লু বিমানসংস্থার সেবিকা এমনই বললেন এক বার্লেস্ক নৃত্যশিল্পীকে৷ The post ছোট পোশাক পরায় যাত্রীকে হেনস্তা জেটব্লু বিমান সেবিকার! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Jun 01, 2016Updated: 04:03 PM Jun 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্টসের উচ্চতা খুবই কম! এই পোশাক পরে বিমানে সফর করা যাবেনা৷ জেটব্লু বিমানসংস্থার সেবিকা এমনই বললেন এক বার্লেস্ক নৃত্যশিল্পীকে৷
মে মাসের ১৮ তারিখ ম্যাগি ম্যাকমাফিন জেটব্লু’র ফ্লাইটে বস্টন থেকে সফর করছিলেন৷ কিন্তু বিমানে ওঠার সময়ই বিমান সেবিকা তাঁকে অতি ছোট শর্টস পরে বিমানে সফর করায় বাঁধা দেন৷ শর্টসের উপর অন্য পোশাক পরার অনুরোধ করা হয় বিমান কর্তৃপক্ষর তরফ থেকে৷ তাঁকে জানান হয়, বিমান কর্তৃপক্ষ আলোচনা করেই তাঁকে এহেন অনুরোধ জানাল৷
সেই মুহূর্তে কোনও বিতর্ক তৈরি না করে ম্যাগি শর্টসের উপর একটি স্কার্ট পরে নেন৷ কিন্তু এরপর বিমান কর্তৃপক্ষর বিরুদ্ধে মিডিয়ার সামনে মুখ খোলেন তিনি৷ এই ধরনের ব্যবহার তাঁর সঙ্গে কেন করা হল সেই বিষয়েও প্রশ্ন করেন৷
বিমানসংস্থার এমন ব্যবহারের কারণ জানতে চেয়ে প্রশ্ন ওঠে নানা মহলে৷ বিতর্ক তৈরি হয় বিমান কর্তৃপক্ষর এহেন ব্যবহারের জন্য!
এরপরই নড়েচড়ে বসে বিমানসংস্থা৷ তড়িঘড়ি ক্ষমা চাওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷ শোনা গিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে শিল্পীকে ২০০ ডলার ফিরিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷

Advertisement

The post ছোট পোশাক পরায় যাত্রীকে হেনস্তা জেটব্লু বিমান সেবিকার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement