shono
Advertisement

উচ্ছ্বল যৌবনা ব্রাহ্মণী নদী আর জঙ্গলের দেশে

পাশেই শক্তিসাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্তকাশী মলুটি গ্রাম। The post উচ্ছ্বল যৌবনা ব্রাহ্মণী নদী আর জঙ্গলের দেশে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Aug 14, 2016Updated: 04:14 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেরোর খাতায় পড়ে থাক হিসেব যতো, মন চলুক মনের মতো৷ আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি৷ প্রকৃতি সেজেছে অপরূপ সাজে৷ পড়ে থাক সব হাতের কাজ৷ লালমাটির অজানা পথে হারিয়ে যাওয়ার এই তো সময়৷ হারিয়ে যেতে চাওয়া যাযাবর মনের আদর্শ ঠিকানা রামপুরহাটের টুম্বোনি৷

Advertisement

কী দেখবেন –

  • বৃষ্টিভেজা লাল মাটির সোঁদা গন্ধ স্বাগত জানাবে প্রকৃতির কোলে৷
  • উচ্ছ্বল যৌবনের মতো বর্ষার জলে টইটম্বুর ব্রাহ্মণী নদীর রূপ ভাষায় অবর্ণনীয়৷
  • পাশেই পাতালপাহাড়ি গ্রাম৷ সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মিশে যেতে পারেন কালীপাহাড়ের জঙ্গলে৷
  • হাতে সময় থাকলে দেখতে পারেন ঐতিহাসিক মলুটি গ্রাম৷ চতুর্দশ শতকের মল্লহাটি আজ হয়েছে মলুটি৷ শক্তিসাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্তকাশী মলুটি গ্রাম। বাঙালি প্রধান মলুটিতে ৮-১০ ঘর ওঁরাও-এর বাস৷

কীভাবে যাবেন –

হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস কিংবা শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস নয়তো রামপুরহাট প্যাসেঞ্জার, যেই ট্রেনেই যান নামতে হবে রামপুরহাট স্টেশনে৷ সেখান থেকে দুমকার দিকে ১০ কিলোমিটার পথ টুম্বোনি৷

কোথায় থাকবেন –

প্রকৃতির মাঝে গেলে থাকার সেরা ঠিকানা দুই বেডরুমের ফরেস্ট বাংলোই৷ খাওয়া-দাওয়ার ব্যবস্থা সেখানেই হয়ে যাবে৷

The post উচ্ছ্বল যৌবনা ব্রাহ্মণী নদী আর জঙ্গলের দেশে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement