Advertisement
কেমন আছেন তাঁরা? থিয়েটারের নেপথ্য শিল্পীদের সম্মান জানাবে বেহালার এই পুজো
মণ্ডপজুড়ে থিয়েটার চত্বরের পরিবেশ ফুটে উঠবে।
একটা সময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিল থিয়েটার। বর্তমানে বিগ বাজেটের সিনেমা, মাল্টিপ্লেক্সের রমরমায় মৃতপ্রায় অবস্থা থিয়েটারের। যার জেরে করুণ অবস্থা এই থিয়েটারের নেপথ্য শিল্পীদেরও। এবার পুজোয় তাঁদের কথাই মনে করাবে বেহালা ১১ পল্লি।
কেমন আছেন তাঁরা, তাঁদের পরিবার? থিয়েটার দেখতে বসে অলীক জগতে হারিয়ে যাওয়ার সময় আর সেসব কথা মনে পড়ে না। সেসব খবর নেওয়ারও চেষ্টা করি না আমরা। থিয়েটারের সেই টেকনিশিয়ান, মেক আপ আর্টিস্ট, লাইটম্যানদের সম্মান জানিয়েই সাজছে বেহালার এই মণ্ডপ। সৃজনে শিল্পী রত্নদীপ প্রামাণিক।
থিয়েটারের নেপথ্যে থাকা এই মানুষগুলো পরিবারের কথা ভুলে দর্শকদের মনোরঞ্জনের জন্য দিনরাত এক করে কাজ করেন। সময়ে না এলে কখনও তাঁদের পরিচালকের ধমক খেতে হয় তো কখনও হাজারো ক্লান্তি সত্ত্বেও লাইট অপারেটের কাজ চালিয়ে যেতে হয়।
অসুস্থ শরীর নিয়েও নিরলস প্রয়াসে নাটকের মঞ্চ প্রস্তুত করেন তাঁরা। সাজিয়ে তোলেন অভিনেতা, অভিনেত্রীদের। এত হাড়ভাঙা খাটনি সত্ত্বেও তাঁরা থেকে যান নেপথ্যে।
Published By: Sulaya SinghaPosted: 02:52 PM Oct 10, 2023Updated: 03:21 PM Oct 11, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
