Advertisement
'যেকোনও সময়ে, যেকোনওভাবে...', মহড়ার ছবি পোস্ট করে রণহুঙ্কার নৌসেনার
যুদ্ধজাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে নৌসেনা।
পহেলগাঁও হামলার পর পাক সরকার শিমলা চুক্তি অমান্য করার হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তান। শুক্রবার থেকেই সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা।
যুদ্ধ পরিস্থিতিতে সজাগ এবং প্রস্তুত থাকার বার্তা দিল ভারতীয় নৌসেনা। শুক্রবার সকাল থেকেই আরব সাগরের তীরে মহড়া শুরু করেছে যুদ্ধ জাহাজ এবং একাধিক মিসাইল। সফলভাবে একগুচ্ছ মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।
জানা গিয়েছে রবিবারের মহড়ায় হাজির ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি, ক্রিভক-ক্লাস ফ্রিগেটসের মতো যুদ্ধজাহাজগুলি। ব্রাহ্মোস-সহ একাধিক মিসাইল উৎক্ষেপণ হয়েছে রবিবারের মহড়ায়।
আরব সাগরের তীরে মহড়ার ভিডিও প্রকাশ করা হয়েছে নৌসেনার এক্স হ্যান্ডেলে। ভিডিও পোস্ট করে জানানো হয়, নৌসেনার প্ল্যাটফর্ম, সিস্টেম এবং বাহিনী কতটা প্রস্তুত সেটা খতিয়ে দেখার জন্যই রবিবার মহড়া হয়েছে।
যেকোনও সময়ে, যেকোনও স্থানে, যেকোনওভাবে ভারতের জলসীমা নিরাপদ রাখতে প্রস্তুত নৌসেনা, এই বার্তাই দেওয়া হয়েছে রবিবারের মহড়ার পরে। প্রয়োজনে যুদ্ধের জন্যও প্রস্তুত নৌসেনা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:43 PM Apr 27, 2025Updated: 01:43 PM Apr 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
