Advertisement
পিঠ খোলা গাউনে জাহ্নবী, Cannes-এর নিয়ম ভাঙায় শ্রীদেবীকন্যার পোশাক বইলেন পরিচালক!
প্রথমবার Cannes পৌঁছেই কোন ভুল করলেন জাহ্নবী? দেখুন ছবিতে।
১৪ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় তারকাদের ঢল। মঙ্গলবার জাহ্নবী কাপুরের 'জলওয়া' দেখে চোখধাঁধিয়ে গিয়েছে পশ্চিমী বিনোদুনিয়ারও।
পরনে গোলাপী অর্ধেক ঘোমটা টানা গোলাপি রঙের শিমারি গাউন। মা শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাঁর মতোই পোশাক পরে গিয়েছিলেন ফ্রেঞ্চ রিভেরাঁয়। তবে শুনতে হল ঐশ্বর্য রাই বচ্চনের 'কপি ক্যাট' বলে কটাক্ষ!
তবে জাহ্নবীর পয়লা দিনের পোশাকের অনুপ্রেরণা নিয়ে যত না চর্চা জারি, তার থেকেও বেশি আলোচিত হচ্ছে তাঁর নিয়ম ভাঙার বিষয়টি।
চলতি বছর কানে নিয়মের কড়াকড়ি। জারি হয়েছে নয়া পোশাকবিধি। উৎসব কর্তারা বড় ঝুলের পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
কারণ, এই ধরনের পোশাক পরলে কর্তব্যরত নিরাপত্তরক্ষীদের ভিড় সামলাতে অসুবিধে হয়। তাই বারণ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা উড়িয়ে দু দিনই বড় ঝুলের পোশাক পরে রেড কার্পেটে ধরা দেন জাহ্নবী কাপুর।
এবার করণ জোহর প্রযোজিত 'হোমবাউন্ড' সিনেমার প্রিমিয়ারের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর। সঙ্গী দুই সহ-অভিনেতা ঈশান খট্টর আর বিশাল জেঠওয়া।
সেই সিনেমার প্রিমিয়ারেই পোশাক নিয়ে বড় কাণ্ড ঘটালেন জাহ্নবী কাপুর। তাঁর পোশাকের ঝুল এতাটাই লম্বা যে, সামাল দিতে মাঠে নামতে হয় তাঁর দুই সহ-অভিনেতা ঈশান-বিশালকে। এখানেই শেষ নয়!
Published By: Sandipta BhanjaPosted: 08:55 PM May 21, 2025Updated: 08:55 PM May 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
