Advertisement
প্রশ্নের মুখে কেরিয়ার! দুর্দশা কাটাতে আথিয়ার সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে পুজো রাহুলের, দেখুন ছবি
বাকি ভক্তদের সঙ্গে মিশেই পুজো দিলেন নবদম্পতি।
দীর্ঘদিন ধরেই লাগাতার সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। মাঠে নেমে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। দল থেকে বাদ দেওয়া হোক তাঁকে, এমনটাই দাবি উঠছে ক্রিকেটমহলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে রাহুল আদৌ খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে প্রবল চাপের মধ্যেই স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে মন্দিরে গেলেন রাহুল।
উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিলেন রাহুল-আথিয়া। সমস্ত নিয়ম মেনেই শিবলিঙ্গের পুজো করলেন নবদম্পতি।
রবিবার সকালে মধ্যপ্রদেশের মন্দিরে যান তারকা জুটি। ঐতিহ্যবাহী ধুতি ও চাদর পরে পুজো দেন রাহুল। সঙ্গী আথিয়ার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি।
Published By: Anwesha AdhikaryPosted: 07:14 PM Feb 26, 2023Updated: 07:14 PM Feb 26, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
