Advertisement
'তোমাকে মনে ধরেছি...', বিয়ে করলেন লিস্টন কোলাসো, পাত্রী কে?
জীবনের নতুন ইনিংস শুরু করলেন লিস্টন।
জীবনের নতুন ইনিংস শুরু করলেন লিস্টন কোলাসো। স্ত্রী ব্রায়না ডিসুজার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখলেন 'তোমাকে মনে ধরেছি...'
নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়ে কেউ কেউ লিখছেন, 'অসাধারণ যুগল'। কেউ আবার তাঁদের, 'বছরের সেরা যুগল' বলেও অভিনন্দন জানিয়েছেন।
অনেক আগেই শুরু হয়েছিল তাঁদের প্রেমপরিচয়। ২০২৪-এর ১ জানুয়ারি প্রেম নিবেদনের কথাও ব্রায়না জানিয়েছিলেন ইনস্টাগ্রামে একটা রিল পোস্ট করে।
Published By: Prasenjit DuttaPosted: 02:50 PM Apr 25, 2025Updated: 02:50 PM Apr 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
