Advertisement
চালসায় জনসংযোগে মমতা, নিজে হাতে বানালেন চা, বাগান শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস
চা শ্রমিকদের জন্য কেন্দ্র কিছু করেনি বলেই দাবি মমতার।
ভোটমুখী উত্তরবঙ্গে চা বলয়ে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার চালসায় চা বাগানে যান তিনি। চা শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলেন।
চা বাগানে শ্রমিকদের সঙ্গে পাতা তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন চা শ্রমিকরা।
মমতাকে কাছে পেয়ে পাতা তোলায় ব্যস্ত চা বাগানের মহিলা শ্রমিকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরেন তাঁরা।
চা বাগানে জনসংযোগের পর মঙ্গলবাড়িতে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা। চায়ের দোকানে থাকা নানা সামগ্রী নাড়াচাড়া করে দেখেন। নিজে হাতে তৈরি করে চা।
চালসার আশেপাশে এলাকার কচিকাঁচাদের সঙ্গেও দেখা করেন মমতা। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কাউকে তুলে দেন। কারও কপালে এঁকে দেন স্নেহচুম্বন।
এর পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। চা শ্রমিকদের জন্য কেন্দ্র কিছু করেনি বলেই দাবি তাঁর। বলেন, "১০ লক্ষ চা বাগান শ্রমিক বেকার। কী কারণে চা বাগান বন্ধ তা জানায়নি কেন্দ্র। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হত। এখন কাউকে রাখা হয় না। কেন্দ্র চা শ্রমিকদের জন্য কিছু করেনি।" ভোটের পর চা শ্রমিকদের সমস্যা মেটানোর আশ্বাস।
Published By: Sayani SenPosted: 05:04 PM Apr 03, 2024Updated: 08:11 PM Apr 03, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
