Advertisement
গঙ্গার ধারে বারাণসীর নতুন আকর্ষণ অত্যাধুনিক টেন্ট সিটি, খরচ কত জানেন?
জানেন, কী কী রয়েছে এই টেন্ট সিটিতে?
পর্যটনে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশি-বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিকাঠামো। সেই তালিকায় নতুন সংযোজন কাশীর 'টেন্ট সিটি'।
বারাণসীতে তীর্থযাত্রীদের কাছে মূল আকর্ষণ কাশী বিশ্বনাথের মন্দির। তার একদম কাছে গড়ে উঠল বিলাসবহুল টেন্ট সিটি।
টেন্ট বা তাঁবুর দরজা খুললেই দেখা মিলবে গঙ্গার। আর এই তাঁবুর শহরের মধ্যে রয়েছে জিম, স্পা, সুইমিং পুল থেকে শুরু করে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন।
এছাড়া গঙ্গার অবস্থান অনুযায়ী বিভিন্ন টেন্টের দাম আলাদা-আলাদা ধার্য করা হয়েছে। চারটির ক্ষেত্রে খরচ চার রকম।
Published By: Paramita PaulPosted: 02:57 PM Jan 15, 2023Updated: 03:11 PM Jan 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
