Advertisement
লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, হাত রাঙা আলতায়! বঙ্গবধূ রূপে ধরা দিলেন মনামী
আটপৌরে লুকে মনামীর এই ছবিগুলি দেখেছেন?
পোশাক নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অভিনেত্রী মনামী ঘোষ। বিদেশে বেড়াতে গিয়েই হোক বা কলকাতায় কোনও অনুষ্ঠান, তাঁর নতুন নতুন পোশাকে নতুন লুক সর্বদা চোখ ধাঁধিয়ে দেয়।
এবার এক্কেবারে বাঙালি লুকে ধরা দিলেন অভিনেত্রী। যা দেখে ধন্য ধন্য করছে নেটপাড়া। লাল শাড়ি, মানানসই ব্লাউজ, পারফেকট মেকআপ, হেয়ারস্টাইলে নজর কাড়লেন মনামী।
কপালে বড় লাল টিপ, মাথায় সিঁথি ভর্তি সিঁদুর আর লাল শাড়িতে মনামী যেন বাঙালি বাড়ির আটপৌরে বউ। তবে আটপৌরে সেই লুকের মাঝেও বরাবরের মতোই গ্ল্যাম ডিভা হিসাবে ধরা দিয়েছেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 07:48 PM Jun 05, 2025Updated: 07:48 PM Jun 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
