Advertisement
দিনভর গণতন্ত্রের উৎসব, ভোট কেন্দ্রে সস্ত্রীক আনন্দ বোস, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দ্রাবিড়
বেঙ্গালুরুতে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
লোকসভা ভোটের দ্বিতীয় দফায় গণতন্ত্রের উৎসবে শামিল হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল সকাল বেঙ্গুলুরুতে ভোট দিলেন তিনি।
শুক্রবার ভোট পড়েছে ৬০.৭ শতাংশ। উত্তরপ্রদেশের আমরোহাতে ভোট দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামি।
দ্বিতীয় দফার ১৩ রাজ্যের মধ্যে কর্নাটকও ছিল। বেঙ্গালুরুতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশ।
১৯ এপ্রিল থেকে সাত দফায় শুরু হয়েছে ভোট। দ্বিতীয় দফায় বাংলা থেকে বেঙ্গালুরুতে উড়ে গিয়ে সস্ত্রীক ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
২৬ এপ্রিল, শুক্রবার মোটের উপর নির্ঝঞ্জাট ভোট হল গোটা দেশে। বেঙ্গালুরুতে নিজের বাড়ির কাছের বুথে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়।
তীব্র দাবদাহের মধ্যে শুক্রবার ভোটপর্ব ছিল উত্তরপূর্বের রাজ্য অসমেও। শিলচরে ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
এদিন কর্নাটকের মতোই দক্ষিণের রাজ্য কেরলেও ছিল ভোট। কুন্নুর কেন্দ্রে ভোটদান করলেন বাম নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
Published By: Kishore GhoshPosted: 09:01 PM Apr 26, 2024Updated: 09:01 PM Apr 26, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
