Advertisement
সবরমতী নদীর উপর তৈরি 'অটল সেতু', উদ্বোধন মোদির হাতেই, দেখে নিন ছবি
দু'দিনের গুজরাট সফরে 'খাদি উৎসবে'ও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সবরমতী নদীর তীরে উপর তৈরি হল 'অটল সেতু'। শনিবারই প্রধানমন্ত্রী মোদির হাতে উদ্বোধন হওয়া সেতুটির দৈর্ঘ্য ৩০০ মিটার।
তবে সাইকেল আরোহীদেরও ব্যবহার করতে পারবেন সেতুটি। সেতুটি তৈরি হয়েছে ২ হাজার ৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ ব্যবহার করে।
Published By: Biswadip DeyPosted: 07:26 PM Aug 27, 2022Updated: 07:28 PM Aug 27, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
