Advertisement
ধরনাই ফেরাল ভালবাসা! 'প্রেমিকে'র সঙ্গে আইনি বিবাহ সারলেন আদালতের নির্দেশে বরখাস্ত শিক্ষিকা
আইনি বিবাহের পর ধরনা তুলে নিয়েছেন তরুণী।
হাই কোর্টের নির্দেশে কোচবিহারে বাসিন্দা স্কুল শিক্ষিকা বরখাস্ত হতেই দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন প্রেমিক। অগত্যা ভালবাসা ফিরে পেতে ধরনার পথই বেছেছিলেন প্রেমিকা।
সেই ধরনার ফল মিলল। তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় তরুণীকে বিয়ে করতে রাজি হলেন পেশায় নিশিগঞ্জের একটি স্কুলের শিক্ষক প্রেমিক।
Published By: Tiyasha SarkarPosted: 09:00 PM Jun 16, 2022Updated: 09:01 PM Jun 16, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
