shono
Advertisement

Breaking News

Planes Collide

মার্কিন আকাশে বিপদ! এবার অ্যারিজোনায় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

মাস খানেকের মধ্যে চতুর্থ বিমান দুর্ঘটনা উত্তর আমেরিকার আকাশে।
Published By: Kishore GhoshPosted: 10:48 AM Feb 20, 2025Updated: 11:49 AM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান দুর্ঘটনার দেশ আমেরিকা! মাস খানেকের মধ্যে আকাশপথে চতুর্থ দুর্ঘটনা ঘটে গেল সে-দেশে। বুধবার সকালে অ্যারিজোনায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে মুখমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কেন দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।

Advertisement

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড সূত্রে জানা গিয়েছে, অ্যারিজোনার টাস্কন শহরের কিছুটা দূরে মারানা আঞ্চলিক বিমানবন্দরের আকাশে ওই দুর্ঘটনা ঘটেছে। দুটিই সিঙ্গল ইঞ্জিনের ছোট বিমান। দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। বিমানের ব্ল্যাকবক্স খুঁজে পেলেই দুর্ঘটনার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) ভূমিকাও।

কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটন ডিসিতে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৬৭ জন। তার আগে জানুয়ারি মাসের শেষের দিকে আরও একটি বিমান দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয় আলাস্কায়। তথ্য বলছে, গত এক মাসের মধ্যে উত্তর আমেরিকায় এই নিয়ে ৪টি বিমান দুর্ঘটনা ঘটে গেল। বার বার মার্কিন আকাশপথের বিপদে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।
  • কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটন ডিসিতে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৬৭ জন।
Advertisement