shono
Advertisement
US

'আমি পাকিস্তানি মুসলমান, অত্যাচার করবে ভারত', আমেরিকায় আশ্রয় চেয়ে আদালতে দাবি মুম্বই হামলার মূলচক্রীর

Published By: Anwesha AdhikaryPosted: 01:08 PM Mar 06, 2025Updated: 03:01 PM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ফেরত গেলেই প্রবল অত্যাচারের শিকার হতে হবে! এই মর্মে আবেদন জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করলেন তাহাউর রানা। গতমাসেই ২৬/১১ হামলার মূল অভিযুক্তকে ভারতে প্রত্যর্পণ করতে রাজি হয়েছে আমেরিকা। তারপরেই আইনি পদক্ষেপ তাহাউরের। তাঁর দাবি, মুসলিম হওয়ার কারণে নাকি অত্যাচারিত হতে হবে ভারতে। তাই আরও বেশ কয়েকদিন আমেরিকায় আশ্রয় চেয়েছে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড। 

Advertisement

২৬/১১ কাণ্ডের অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা এখন আমেরিকায় জেল খাটছে। মুম্বইয়ে হওয়া ওই ভয়াবহ হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায ফের তাকে গ্রেপ্তার করা হয়। গত বছর আগস্ট মাসে মার্কিন কোর্ট অফ আপিল ফর নাইনথ সার্কিট তাহাউরের প্রত্যর্পণে সায় দেয়।

গতমাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের পরে ট্রাম্প ঘোষণা করেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে আমার সরকার ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ভয়ঙ্করতম মানুষগুলোর মধ্যে অন্যতম ওই ব্যক্তি ভারতের বিচারব্যবস্থার সম্মুখীন হবে।”

এই সিদ্ধান্তের পরই মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছে রানার আইনজীবী। তাদের দাবি, ভারত সরকার স্বৈরাচারী। তাই 'পাকিস্তানি মুসলিম' রানার বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকবে না। মুসলিম পরিচয়ের কারণেই নাকি রানার উপর অত্যাচার হবে। শারীরিক অসুস্থতার কারণে বিচারপ্রক্রিয়ার ধকলও নিতে পারবে না মুম্বই হামলার মূলচক্রী। বিজেপি জমানায় ভারতে মুসলিমদের অবস্থা খারাপ হয়েছে, এমন একটি রিপোর্টকেও হাতিয়ার করেছে রানার আইনজীবী। তবে এই আবেদন নিয়ে এখনও কোনও রায় দেয়নি মার্কিন সুপ্রিম কোর্ট।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৬/১১ কাণ্ডের অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা এখন আমেরিকায় জেল খাটছে।
  • গতমাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
  • তাদের দাবি, ভারত সরকার স্বৈরাচারী। তাই 'পাকিস্তানি মুসলিম' রানার বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকবে না।
Advertisement