সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন (US Shooting) মুলুকে অব্যাহত বন্দুকবাজের হানা। মঙ্গলবার আমেরিকার স্বাধীনতা দিবসে টেক্সাসের এক পার্কিং লটে ঝরল রক্ত। প্রাণ গেল অন্তত ৩ জনের। আহত ৮। সোমবার বন্দুকবাজের হামলার পর ফের দুষ্কৃতীর হামলায় উদ্বেগ বাড়ছে। পরপর উপর্যুপরি হামলায় অস্বস্তিতে প্রশাসন।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন মারা গিয়েছেন হাসপাতালে। আহতদের অবস্থা কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে সব মিলিয়ে এই হামলায় আক্রান্ত ১১ জনের মধ্যে একজন নাবালক। বাকিরা প্রাপ্তবয়স্ক। কেন এই হামলা কিংবা কতজন এই হামলার সঙ্গে যুক্ত তা জানা যায়নি আপাতত। এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত! অমিত শাহর নয়া পদক্ষেপে জল্পনা]
এর আগে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ ফিলাডেলফিয়ায় (Philadelphia) বন্দুকবাজের হামলায় মৃত্যু হয় ৫ জনের। তার আগে শনিবার বাল্টিমোরে একটি পার্টি চলাকালীন মৃত্যু হয়েছিল ২ জনের। আহত ২৯ জনের মধ্যে অধিকাংশই শিশু। মাত্র চারদিনের মধ্যে তিনটি হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক বেড়েছে। উদ্বিগ্ন প্রশাসন। বন্দুক আইন সংশোধন করেও কেন বন্দুকবাজের হামলার ঘটনায় রাশ টানা যাচ্ছে না, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে হোয়াইট হাউস।