shono
Advertisement
Saudi Arabia

ভয়াবহ পথ দুর্ঘটনায় সৌদিতে মৃত ৯ ভারতীয় শ্রমিক, শোকপ্রকাশ জয়শংকরের

২৬ জন শ্রমিক বোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রেলারের।
Published By: Anwesha AdhikaryPosted: 08:00 PM Jan 29, 2025Updated: 08:03 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জন ভারতীয়র। বুধবার এই খবর প্রকাশ করেছ জেড্ডার ভারতীয় কনসুলেট। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে তাদের তরফে। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Advertisement

জানা গিয়েছে, পথ দুর্ঘটনাটি ঘটেছে গত রবিবার। সৌদির বন্দর শহর জিঝানে ২৬ জন শ্রমিক বোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রেলারের। বাসে থাকা শ্রমিকদের অধিকাংশই ভারতীয়। দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জনের মৃত্যু হয়। তার মধ্যে ৯ জন ভারতীয়। বাকিদের মধ্যে তিনজন নেপাল এবং তিনজন ঘানার। দুর্ঘটনায় আহতদের মধ্যেও কয়েকজন ভারতীয় রয়েছেন বলে খবর। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

আলাদা করে এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে জেড্ডার ভারতীয় কনসুলেটও। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, "মৃতদের পরিবারের পাশে রয়েছি আমার। জেড্ডার ভারতীয় কনসুলেট তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আধিকারিকদের তরফে সমস্ত রকম সহায়তা দেওয়া হচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" এই দুর্ঘটনার পর ভারতীয়দের জন্য একটি বিশেষ হেল্পলাইনও চালু করেছে জেড্ডার ভারতীয় কনসুলেট।

গোটা ঘটনায় ব্যথিত বিদেশমন্ত্রী এস জয়শংকর। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "দুর্ঘটনায় ভারতীয়দের প্রয়াণে আমি শোকাহত। জেড্ডায় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে। শোকাহতদের পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন।" জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন তেলেঙ্গানার বাসিন্দা। আহতদের মধ্যেও রয়েছেন তেলেঙ্গানার দুজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌদির বন্দর শহর জিঝানে ২৬ জন শ্রমিক বোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রেলারের। বাসে থাকা শ্রমিকদের অধিকাংশই ভারতীয়।
  • দুর্ঘটনার পর ভারতীয়দের জন্য একটি বিশেষ হেল্পলাইনও চালু করেছে জেড্ডার ভারতীয় কনসুলেট।
  • মৃতদের মধ্যে একজন তেলেঙ্গানার বাসিন্দা। আহতদের মধ্যেও রয়েছেন তেলেঙ্গানার দুজন।
Advertisement