সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির জল্পনার মাঝেই এবার ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান! মঙ্গলবার ইজরায়েল সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইজরায়েলের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। যে কোনও রকম হামলা প্রতিহত করতে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে।' অন্যদিকে, তেহরানেও ইজরায়েলের দিক থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রের খবর, ইজরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় সাইরেন বাজতে শোনা গিয়েছে। দক্ষিণের বেয়ারশেবাতে মিসাইল আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। পাশাপাশি আরও একাধিক মানুষ আহত হয়েছেন। হামলায় আশঙ্কায় ইজরায়েলের সেনাবাহিনীর তরফে বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানেও মঙ্গলবার ভোরে ইজরায়েলের তরফে মিসাইল ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, তেহরানের মধ্যাঞ্চলে আকাশে ব্যাপক কালো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। সবমিলিয়ে ১২ দিন ধরে যুদ্ধ চলার পর যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হচ্ছিল তাতে আপাতত দাড়ি পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’
যদিও আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ইজরায়েল এই হামলা শুরু করেছে। ইরান নয়। ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই। তবে এখনও পর্যন্ত ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’