shono
Advertisement

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

করাচির চিনা কনস্যুলেটে বিস্ফোরণে নিহত দুই পুলিশকর্মী৷ The post পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:15 PM Nov 23, 2018Updated: 04:15 PM Nov 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে জোড়া বিস্ফোরণ৷ খাইবার পাখতুনখোয়ায় শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণ হারান ২৫ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ জখম হয়েছেন আরও ৩৫ জন৷ প্রত্যেকেই চিকিৎসাধীন৷ পাশাপাশি, করাচির চিনা কনস্যুলেটেও বিস্ফোরণ হয়৷ ওই ঘটনায় এখনও পর্যন্ত দুজন পুলিশকর্মী নিহত হয়েছেন৷

Advertisement

[খাশোগ্গি হত্যায় ফের সৌদি যুবরাজের পাশে দাঁড়ালেন ট্রাম্প]

শুক্রবার খাইবার পাখতুনখোয়ার জুমা বাজার আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে৷ শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা ওই এলাকায় ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন৷ তারই মাঝে ঘটে বিস্ফোরণ৷ তারপরই ঘটনাস্থল ছাড়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ একে একে অন্তত ২৫ জন প্রাণ হারান৷ ৩৫ জন গুরুতর জখম হয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা৷ খাইবার পাখতুনখোয়ায় জারি রয়েছে লাল সতর্কতা৷ ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মেহমুদ খান৷ আমাদের শত্রুরা শান্তি পছন্দ করেন না বলেও জানান তিনি৷

[ব্রেক্সিট খসড়া ঘোষণাপত্রে ঐক্য, আপাতত স্বস্তিতে প্রধানমন্ত্রী মে]

জুমা বাজারের পাশাপাশি করাচির চিনা কনস্যুলেটেও হামলা চালায় দুষ্কৃতীরা৷ শুক্রবার সকালে আচমকাই চিনা কনস্যুলেটে ঢোকার চেষ্টা করে জনা চারেক দুষ্কৃতী। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে শুরু হয় গুলির লড়াই। দুষ্কৃতীদের গুলিতে দুজন পুলিশকর্মী নিহত ও একজন আহত হয়েছেন৷  নিরাপত্তারক্ষীদের কাছ থেকে বাধা পেয়ে শেষ পর্যন্ত দুজন দুষ্কৃতী পালিয়ে যায় ও অন্য দুজন চিনা কনস্যুলেটে ভিসা সেকশনে ঢুকে পড়ে। কিন্তু সেখানেও নিরাপত্তারক্ষীরা বাধা দেয় তাদের৷ মুহূর্তের মধ্যে অতিরিক্ত সংখ্যক পুলিশকর্মী ও পাক রেঞ্জার্সরা পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এখনও কাউকেই ধরা সম্ভব হয়নি৷ 

[‘লাদেন অতীত’, মার্কিন দাবড়ানিতে সাফাই পাকিস্তানের]

চিনা কনস্যুলেটের একটি জায়গা থেকে কালো ধোঁয়া বেরোতেও দেখা গিয়েছে। অনেকেরই অনুমান, পালিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ করে দুষ্কৃতীরা। এই হামলার পরেও কনস্যুলেটের ভিতরে সবাই সুরক্ষিত রয়েছেন৷ পাক জঙ্গিগোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। কিন্তু খোদ করাচিতে চিনা কনস্যুলেটে হামলার ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে৷

The post পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement