সংবাদ প্রতিদিন ডিজিটাল: পাকিস্তানকে ভাতে মারতে চন্দ্রভাগার জল বন্ধ করেছে নয়াদিল্লি। তখন থেকেই মাথা চাড়া দিয়েছিল আশঙ্কা। গ্রীষ্মের মরশুমে শুকিয়ে মরবে না তো পাকিস্তান! এবার সেই আশঙ্কাই সত্যি হল। পাকিস্তানের অদূরে জম্মু ও কাশ্মীরের একটি অংশে শুকিয়ে যেতে শুরু করেছে চন্দ্রভাগার জল।
চন্দ্রভাগা নদীর উপর জম্মু ও কাশ্মীরের রমবান জেলায় বাগলিহার বাঁধ রয়েছে ভারতের। অন্যদিকে, উধমপুর জেলায় রয়েছে সালাল বাঁধ। সম্প্রতি এই দুটি বাঁধের মাধ্যমেই পাকিস্তানমুখী জল বন্ধ করেছে ভারত। তারপরই এই ছবি প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে, জল না পেলে ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তানের চাষাবাদ। বলা বহুল্য, ভরা গ্রীস্মে এখন ইসলামাবাদের কপালে চিন্তার ভাঁজ। তবে এ প্রসঙ্গে পাকিস্তানের তরফ থেকে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি আপাতত স্থগিত করেছে নয়াদিল্লি। ১৯৬০ সালে সিন্ধু এবং তাঁর উপনদীগুলির জলপ্রবাহ নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে বিতস্তার জল ছাড়ে ভারত। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাকিস্তান অভিযোগ করে, কোনওরকম সতর্কবার্তা ছাড়াই জল ছেড়েছে ভারত। পালটা দাবি, নিয়ম মেনে জল ছাড়া হয়েছে।
