সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে বিস্ফোরক দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভয়ংকর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনে ট্রাম্পের দাবি, ২০২০ সালে হত্যা করা হয়েছিল জো বাইডেনকে। তাঁর পরিবর্তে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে এতদিন কাজ চালাচ্ছিল বাইডেনের ক্লোন। চাঞ্চল্যকর এমনই দাবি প্রকাশ্যে আসতেই মার্কিন রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে ট্রাম্পের দাবি যদি সত্যি হয় তাহলে কে বা কারা এই কান্ড ঘটালো?
গত রবিবার সোশাল মিডিয়া প্ল্যার্টফর্ম 'ট্রুথ'-এ এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'জো বাইডেন বলে বর্তমানে কেউ নেই। ২০২০ সালেই ওনাকে হত্যা করা হয়েছে। আপনারা বাইডেন নামে যে ব্যক্তিকে দেখছেন তিনি আসলে বাইডেনের বডি ডাবলস, ক্লোন বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি বস্তু।' শুধু তাই নয়, অত্যন্ত গোপনে এই ষড়যন্ত্র রচিত হয়েছে বলে দাবি করে ট্রাম্প আরও জানান, 'খোদ বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টিও এই বিষয়ে অজ্ঞাত। বাইডেন ও ক্লোনের মধ্যে ফারাক ডেমোক্রেটসরাও বুঝতে পারেনি।' তবে এমন বিস্ফোরক দাবি করলেও সরাসরি কারও দিকে অভিযোগের আঙুল তোলেননি ট্রাম্প। তবে অনুমান করা হচ্ছে, ইউএস ডিপ স্টেটের দিকেই সন্দেহের তির ট্রাম্পের।
এখানে ইউএস ডিপ স্টেটের নাম না নিলেও, এর আগে এই ডিপ স্টেটের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। বলেছিলেন, এরা নাকি তাঁকে সরাতে চাইছে। নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলার সময়েই সামনে এসেছিল এই ডিপ স্টেট তত্ত্ব। কিন্তু কী এই ডিপ স্টেট? মনে করা হয়, ডিপ স্টেট হল যে কোনও প্রভাবশালী সংগঠন যারা সরকারকে কাঠের পুতুল বানিয়ে পর্দার আড়ালে থেকে সমস্ত কিছু পরিচালনা করে। এই তালিকায় প্রভাবশালী কোনও ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি সরকারেরই কোনও গুপ্তচর বিভাগ হতে পারে। যারা সামনে আসে না, কিন্তু সবটা পরিচালনা করে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করে।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন বাইডেন। ট্রাম্পের দাবি যদি সত্য হয়, তবে ৪ বছর ধরে ক্ষমতায় ছিলেন একজন ক্লোন? এ দাবি বিস্ফোরক তো বটেই পৃথিবীর ইতিহাসে বেনজির। যদিও সম্প্রতি জানা গিয়েছে, ক্যানসারে আক্রান্ত জো বাইডেন। এই তথ্য জানার পর জিল বাইডেন ও তাঁর পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছিলেন ট্রাম্প। তারপর ট্রাম্প এমন দাবি শোরগোল ফেলে দিয়েছে মার্কিন রাজনীতিতে।
