সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য় চুক্তি করতে চলেছে আমেরিকা, এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা। এবার ভারতের সঙ্গে চুক্তিও প্রায় চূড়ান্ত, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি এটাও জানিয়েছেন, যেকোনও দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে 'বিগ বিউটিফুল ইভেন্ট' নামে একটি অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন, "আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। মনে করে দেখুন। কয়েক মাস আগে এই সংবাদমাধ্যমই বলাবলি করছিল, আদৌ কি কোনও দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চাই, গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি সই করেছি। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে। বিরাট বড়মাপের চুক্তি হবে।"
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। মার্কিন পারস্পরিক শুল্ক নীতির জেরে চাপ বাড়ে নয়াদিল্লির। যদিও আলোচনায় সমাধান খোঁজার পথে হেঁটে সেই নীতির উপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ জুলাই। এই সময়কালের মাঝেই সহজ বাণিজ্যের পথ খুঁজতে দফায় দফায় বৈঠকে বসেন দুই দেশের আধিকারিকরা। গত চারদিন বন্ধ দরজার আড়ালে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলেই ইঙ্গিত মিলল ট্রাম্পের কথায়।
যদিও ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যেকোনও দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা। ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "কয়েকজনকে চিঠি দিয়ে স্রেফ জানিয়ে দেওয়া হবে, থ্যাঙ্ক ইউ সো মাচ। কিন্তু তোমাদের ২৫,৩৫,৪৫ শতাংশ কর দিতে হবে।" উল্লেখ্য, বাণিজ্যচুক্তি অনুযায়ী, সবমিলিয়ে চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এছাড়া মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ কর বসাবে বেজিং। তবে অন্যান্য কোনও দেশের সঙ্গে এখনও বাণিজ্যচুক্তি করেনি আমেরিকা।
