shono
Advertisement
Pakistan Pakistan

লাহোর, করাচি-সহ পরপর ১০ শহরে ড্রোন হামলা! বিধ্বস্ত পাকিস্তান, নেপথ্যে কারা?

পাকিস্তানের নিশানা ভারতীয় সেনা।
Published By: Paramita PaulPosted: 01:01 PM May 08, 2025Updated: 01:28 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক ঘণ্টার ব্যবধানে ফের কেঁপে উঠল পাকিস্তানের মাটি। লাহোরের পর করাচি, গুজরানওয়ালা-সহ ১০ শহরের ১৫টি এলাকা কাঁপল বিস্ফোরণে। প্রতিটি শহরেই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে খবর। অপারেশন সিঁদুরের ২৪ ঘণ্টার মধ্য়ে কারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। যদিও পাকিস্তানের নিশানা ভারতীয় সেনা। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement

বৃহস্পতিবার সাতসকালে কেঁপে ওঠে লাহোর সেনা ছাউনি সংলগ্ন এলাকা। তারপরই বিস্ফোরণের খবর মেলে করাচি থেকে। পাকিস্তানি বৈদ্যুতিন মাধ্যম সামা টিভিতে সেখানকার এসএসপি মালির জানান, করাচিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘটনাস্থসে পৌঁছেছে পুলিশের বিশাল টিম। পাশাপাশি গুজরানওয়ালা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ১২টি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে দাবি পাক পুলিশের। এরপরই স্থানীয়দের ঘরের অন্দরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে ধাতব টুকরো উদ্ধার হয়েছে। 

 

শুধু লাহোর বা করাচি বা গুজরানওয়ালা নয়, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাওয়ালপিণ্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালোচিস্তান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জনসংযোগ আধিকারিক ডিজি লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরি জানান, বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে একাধিক এলাকা থেকে ১২টি হার্প ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে কোনও বিস্ফোরণের কথা পাকিস্তানের তরফে স্বীকার করা হয়নি। 

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। হামলা চালানো হয় ড্রোনের মাধ্যমে। এর ২৪ ঘণ্টার মধ্যে একের পর এক ড্রোন হামলা হচ্ছে একাধিক পাক শহরে। কে বা কারা এই হামলা চালাচ্ছে,  তা স্পষ্ট নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাহোরের পর করাচি, গুজরানওয়ালা-সহ ১০ শহরের ১৫টি এলাকা কাঁপল বিস্ফোরণে।
  • প্রতিটি শহরেই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে খবর।
  • অপারেশন সিঁদুরের ২৪ ঘণ্টার মধ্য়ে কারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement