সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে ফের একবার সন্ত্রাসী পাকিস্তানকে তুলোধোনা ভারতের। কেরলের বাম সাংসদ জানালেন, পাকিস্তান হল হিংসা, গোঁড়ামি, অসহিষ্ণুতা এবং সন্ত্রাসের আঁতুড়ঘর। শুধু তাই নয় অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্দ অংশ বলে জানিয়ে তিনি বলেন, অধিকৃত কাশ্মীরে লাগাতার মানবাধিকার লঙ্ঘন করছে পাকসেনা। পাকিস্তানকে তোপ দাগতে ছাড়েননি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী নিশিকান্ত দুবেও।
সম্প্রতি রাষ্ট্রসংঘের ফোর্থ কমিটির বৈঠকে ভারতের বিরুদ্ধে একের পর এক ভুয়ো অভিযোগ তুলেছিল পাকিস্তান। যার পালটা বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রেমচন্দ্রন বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পাকিস্তান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে লাগাতার মিথ্যা ছড়াচ্ছে। যে দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অস্ত্র হিসেবে ব্যবহার করে, তারা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা করছে। পাকিস্তান হিংসা, গোঁড়ামি, অসহিষ্ণুতা এবং সন্ত্রাসের আঁতুড়ঘর। ভারত পহেলগাঁও হামলার কথা ভোলেনি। নিজেদের আত্মরক্ষায় আমরা পাকিস্তানে সন্ত্রাসের ঘাঁটিতে আঘাত হেনেছিলাম।"
এর পাশাপাশি অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমন-পীড়ন নীতির বিরুদ্ধে সরব হন বাম সাংসদ। প্রেমচন্দ্রন বলেন, "আমরা পাকিস্তানকে স্পষ্টভাবে জানাচ্ছি তারা যেন অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে। ওখানকার মানুষ নিজেদের মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য আন্দোলন করছে। পাকসেনা এবং তাদের সহযোগীরা সেই নিরীহ আন্দোলনকারীদের হত্যা করেছে।" পাকিস্তানের কুকীর্তির খতিয়ান তুলে সাংসদ আরও বলেন, ''পাকিস্তান হল এমন একটি দেশ যেখানে সামরিক একনায়কতন্ত্র চলে। ভুয়ো নির্বাচন, জনপ্রিয় নেতাদের কারাদণ্ড, ধর্মীয় উগ্রবাদ, রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদের জনক এই দেশ। ফলে ওদের অন্যকে জ্ঞান দেওয়া উচিত নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।''
