shono
Advertisement
Donald Trump

২০০ কোটির অনুদান বন্ধ, সরকারি দমনপীড়ন! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ডের

মার্কিন প্রশাসনের একাধিক দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড কর্তৃপক্ষ।
Published By: Anwesha AdhikaryPosted: 11:39 AM Apr 22, 2025Updated: 11:39 AM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। আরও বেশ কিছু নিষেধাজ্ঞা চাপানো হতে পারে, এমনটাও শোনা যাচ্ছিল। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের একাধিক দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার বস্টনের ফেডেরাল আদালতে মামলা দায়ের করে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, 'সরকারের বেআইনি দাবি মানতে চায়নি হার্ভার্ড। তাই সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে গত সপ্তাহে। সেই কারণেই মামলা দায়ের করা হয়েছে সরকারের বিরুদ্ধে। কারণ এভাবে অনুদান বন্ধ করা বেআইনি। সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারও নেই।' জানা গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, শক্তির মতো একাধিক দপ্তরের নাম রয়েছে হার্ভার্ডের আবেদনে। গারবারের সাফ কথা, সরকারের চাপের মুখে কোনওমতেই নতিস্বীকার করবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়– সহ্য হয়নি ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর নির্দেশ জারি করে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দশ দফা নির্দেশনামা পাঠানো হয়। যা পত্রপাঠ খারিজ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সরকারি হস্তক্ষেপ তারা মানতে নারাজ। তারপরেই বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুধু তা-ই নয়, শিক্ষা দপ্তরের তরফে নোটিস দিয়ে বহু বিজ্ঞানী ও গবেষককে প্রকল্পের কাজ বন্ধ করতে বলা হয়েছে।

মার্কিন নিয়মে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ‘কর ছাড়’ দেওয়া হয়। মূলত জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানই এই বিশেষ তকমা পায়। এই প্রতিষ্ঠানগুলিকে আয়কর দিতে হয় না। এবার হার্ভার্ডের ক্ষেত্রে তা বন্ধও করা হতে পারে। সেই সঙ্গে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়কে স্রেফ রাজনৈতিক সংগঠন বলে বিবেচনা করে হার্ভার্ডের উপর নতুন করে কর বসানো হতে পারে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। অনেক পড়ুয়াকে দেশছাড়া করাও হয়েছে। কিন্তু তাতেও দমতে নারাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গারবারের সাফ কথা, সরকারের চাপের মুখে কোনওমতেই নতিস্বীকার করবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
  • প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়– সহ্য হয়নি ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের।
  • মার্কিন নিয়মে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ‘কর ছাড়’ দেওয়া হয়। মূলত জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানই এই বিশেষ তকমা পায়।
Advertisement