shono
Advertisement
PM Modi

'যতই আমাদের দিকে কাদা ছুড়ুক...', নিন্দুকদের জবাব দিতে মোদির হয়ে ব্যাট ধরলেন মেলোনি

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Anwesha AdhikaryPosted: 03:35 PM Feb 23, 2025Updated: 03:35 PM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে চর্চা চলে রাজনৈতিক মহলে। এবার মোদির হয়ে জোর সওয়াল করলেন সেই জর্জিয়া মেলোনি। ইটালির প্রধানমন্ত্রীর মতে, দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে ভণ্ডামি করছে উদারপন্থীরা। অযথা কাদা ছোড়া হচ্ছে মোদির মতো নেতাদের দিকে। ডোনাল্ড ট্রাম্প ফের মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় উদারপন্থীদের হতাশা চরমে উঠেছে বলেও দাবি তাঁর।

Advertisement

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে গিয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যথেষ্ট সুসম্পর্কও রয়েছে। তাই উদারপন্থীদের আক্রমণের পালটা দিয়ে মোদির পাশে দাঁড়ালেন মেলোনি। শনিবার ওয়াশিংটনে আয়োজিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে গিয়ে তিনি বলেন, রক্ষণশীল নেতৃত্বের উত্থানে আতঙ্কিত হয়ে পড়ছে উদারপন্থী।

ইটালির প্রধানমন্ত্রীর কথায়, "৯০-এর দশকে যখন বিল ক্লিন্টন-টোনি ব্লেয়াররা বিশ্বজুড়ে বামপন্থী জমানা তৈরি করেছিলেন, তখন তাঁদের প্রকৃত রাষ্ট্রনেতা বলা হত। কিন্তু আজ ট্রাম্প, মেলোনি, বা মোদি যখন কথা বলেন, তাঁদেরকে গণতন্ত্রের বিপদ হিসাবে দাগিয়ে দেওয়া হয়। আসলে এটা বামপন্থীদের দ্বিচারিতা। তবে আমরা এটার সঙ্গে অভ্যস্ত। আর মানুষ এখন ওদের কথায় বিশ্বাস করে না। ওরা যতই কাদা ছোড়ে, মানুষ আমাদের তত ভোট দেয়।"

ট্রাম্পের প্রত্যাবর্তনেও উদারপন্থীরা ভয় পেয়ে গিয়েছেন বলে মত ইটালির প্রধানমন্ত্রীর। ওই সম্মেলনে তিনি বলেন, "ট্রাম্পের জয়ে দক্ষিণপন্থীদের বিরক্তি চরম হতাশায় পরিণত হয়েছে। রক্ষণশীল নেতারা কেবল জিতছেন না, কিন্তু বিশ্বজুড়ে তাঁরা নিজেদের মধ্যে সম্পর্কও গড়ে তুলছেন।" উল্লেখ্য, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসাবে একমাত্র ইটালিই যোগ দিয়েছে। মেলোনির এই সিদ্ধান্ত ঘিরে তুমুল বিতর্ক ইটালির রাজনীতিতে। কারণ এই সম্মেলনকে নয়া ধাঁচের নাৎসিবাদ হিসাবে দেখছে আন্তর্জাতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার ওয়াশিংটনে আয়োজিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে গিয়ে তিনি বলেন, রক্ষণশীল নেতৃত্বের উত্থানে আতঙ্কিত হয়ে পড়ছে উদারপন্থী।
  • ট্রাম্প, মেলোনি, বা মোদি যখন কথা বলেন, তাঁদেরকে গণতন্ত্রের বিপদ হিসাবে দাগিয়ে দেওয়া হয়।
  • মেলোনির এই সিদ্ধান্ত ঘিরে তুমুল বিতর্ক ইটালির রাজনীতিতে। কারণ এই সম্মেলনকে নয়া ধাঁচের নাৎসিবাদ হিসাবে দেখছে আন্তর্জাতিক মহল।
Advertisement