সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এই সফরে একাধিক কর্মসূচির মধ্যে যেদিকে সবচেয়ে বেশি নজর থাকবে তা নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। পাশাপাশি এলন মাস্কের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জেনে নিন মোদির মার্কিন সফরের খুঁটিনাটি।
১) ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম তাঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুল্ক থেকে অভিবাসী ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
২) মোদি থাকছেন ব্লেয়ার হাউসে। মার্কিন প্রেসিডেন্টের এই অতিথি নিবাস আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত।
৩) ব্লেয়ার হাউসে মোদিকে স্বাগত জানিয়েছেন ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধিরা। শৈত্যপ্রবাহ ও বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করেও শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছিলেন সেখানেয তাঁদের কণ্ঠে ছিল 'ভারতমাতা কি জয়', 'বন্দেমাতরম', 'মোদি মোদি' ধ্বনি। হাতে ছিল আমেরিকা ও ভারতের পতাকা।
৪) এবারের সফরে মোদির কাছে সবচেয়ে জরুরি শুল্কযুদ্ধ নিয়ে কথা বলা। একেবারে সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকায় স্টিল ও অ্যালিমিনিয়াম রপ্তানি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।
৫) এর পাশাপাশি বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, অভিবাসন, প্রযুক্তির মতো বিষয়েও কথা হতে পারে বৈঠকে।
৬) এছাড়াও ইন্দো-প্যাসিফিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প-মোদির মধ্যে আলোচনা হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার উন্নয়ন নিয়েও কথা হতে পারে তাঁদের মধ্যে।
৭) ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এযাবৎ তিনজন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা হলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা।
৮) আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান তুলসী গাবার্ড পরিচিত ‘মোদির বন্ধু’ হিসেবেই। ক্ষমতায় ফিরে গোয়েন্দা প্রধান হিসাবে তুলসীকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন নমো।
৯) বৃহস্পতিবার ধনকুবের এলন মাস্কের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করার কথা মোদির। এছাড়াও অন্য শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ীর সঙ্গেও বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর।
১০) প্রধানমন্ত্রী হওয়ার এটা মোদির দশম মার্কিন সফর। ট্রাম্প মসনদে বসার পর চতুর্থ সফর। ২০১৪ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীনই মোদি প্রথমবার আমেরিকায় যান।
