shono
Advertisement

জোরকদমে ‘অপারেশন গঙ্গা’, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে চব্বিশ ঘণ্টায় উড়বে ১৬টি বিমান

রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে।
Posted: 07:54 PM Mar 04, 2022Updated: 07:57 PM Mar 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে আগামী চব্বিশ ঘণ্টায় রওনা দেবে ১৬টি বিশেষ বিমান। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি জানান, ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত উদ্ধারকাজ চলবে। একইসঙ্গে, ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র হরজ্যোৎ সিংয়ের চিকিৎসার ব্যয় সরকার বহন করবেন বলেও জানান তিনি। 

Advertisement

[আরও পড়ুন: চিনা আগ্রাসন মেনে নেওয়া হবে না, ইউক্রেন যুদ্ধের আবহে কড়া বার্তা দিল QUAD]

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাগচী জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত চলবে ‘অপারেশন গঙ্গা’। তবে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের কাছে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছিলাম আমরা। কিন্তু এখনও কোনও উত্তর মেলেনি। পূর্ব ইউক্রেনের খারকভ ও পিসোচিনে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি বাস পাঠাতে সক্ষম হয়েছি আমরা। পিসোচিনে প্রায় হাজার জন ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। সুমি শহরেও সাতশোর বেশি ভারতীয় অবরুদ্ধ।” তিনি আরও জানান, এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার ভারতীয় ইউক্রেন ত্যাগ করেছেন। এখনও দেশটিতে আটকে রয়েছেন দু’থেকে তিন হাজার ভারতীয়। দ্রুত তাঁদের উদ্ধার করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বাঁধভাঙা জলের মতো ঢুকতে শুরু করে রাশিয়ান ফৌজ। শুরুর ডিকে পিছু হঠলেও, দ্রুত পালটা মার দিতে শুরু করে ইউক্রেনীয় সেনা। আমেরিকা ও ন্যাটো সামরিক জোটের মিসাইল, বোমায় বলীয়ান হয়ে প্রচণ্ড লড়াই শুরু করেছে একদা সোভিয়েত অন্তর্ভুক্ত দেশটি। এহেন পরিস্থিতিতে ভারতীয়দের ফেরাতে রাশিয়া ও ইউক্রেনের কাছে সাময়িক সংঘর্ষবিরতি ঘোষণার আবেদন জানিয়েছে ভারত সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “যুদ্ধের জন্য পরিস্থিতি খুবই জটিল। আমরা দুই পক্ষের কাছেই সামরিক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছি। যাতে আমরা ভারতীয়দের বের করে আনতে পারি। ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছি আমরা। একজন নেপালি নাগরিকও আমাদের কাছে মদত চেয়েছেন।” তিনি আরও জানান, বিশেষ বিমানগুলির মধ্যে থাকবে বায়ুসেনার দু’টি সি-১৭ গ্লোব মাস্টার।

উল্লেখ্য, যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ তাই পড়শি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। অভিযোগ, ভারতীয় পড়ুয়াদের সীমান্ত পার করতে বাধা দিচ্ছে ইউক্রেনের সেনা। রুশ বিদেশমন্ত্রক অভিযোগ জানিয়েছিল যে বেশ কয়েকজনকে পণবন্দি করেছে ইউক্রেনের ফৌজ। এদিন সাংবাদিক সম্মেলনে সমস্ অভিযোগ উড়িয়ে দেন অরিন্দম বাগচী। তিনি স্পষ্ট বলেন, “কোনও ভারতীয়কে পণবন্দি করা হয়েছে এমন কোনও খবর নেই। তবে খারকভে আটকে পড়া ভারতীয়রা নিরাপত্তাজনিত কারণে সমস্যায় পড়েছেন।” এদিকে, রুশ সংবাদমাধ্যমের দাবি, দেশ ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

[আরও পড়ুন: স্নাইপারের গুলিতে নিহত রাশিয়ার মেজর জেনারেল, মরিয়া লড়াই ইউক্রেনীয় ফৌজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement