shono
Advertisement

Breaking News

সুনাকের পর ফের রাষ্ট্রপ্রধান এক ভারতীয় বংশোদ্ভূত, শুভেচ্ছা মোদির

ভারতের মতোই সিঙ্গাপুরেও প্রেসিডেন্ট পদটি মূলত আলঙ্কারিক।
Posted: 03:39 PM Sep 02, 2023Updated: 03:39 PM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এবার ফের আরেক দেশের রাষ্ট্রপ্রধানের পদে কোনও ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হলেন। তিনি থারমান শানমুগারাতনাম। সিঙ্গাপুরের (Singapore) রাষ্ট্রপতি হয়েছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

Advertisement

এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় থারমান শানমুগারাতনামকে হার্দিক অভিনন্দন। ভারত-সিঙ্গাপুর কৌশলী অংশীদারিত্বকে মজবুত করতে ওঁর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি।’

[আরও পড়ুন: মহাশূন্যে পাড়ি ১৫ লক্ষ কিলোমিটার, সূর্যের কত কাছে যাবে আদিত্য এল১?]

প্রসঙ্গত, ৭০.৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হয়েছেন থারমান। ৬৬ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূত একাধারে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। আগামী ৬ বছর তিনি এই দায়িত্বে থাকবেন। ভারতের মতোই সিঙ্গাপুরেও প্রেসিডেন্ট পদটি মূলত আলঙ্কারিক। আর সেই কারণেই দ্বীপরাষ্ট্রটির শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। প্রাথমিক ভাবে তিনি সেই দল পিএপিরই সদস্য ছিলেন তিনি। তাঁর ও তাঁর বাবার জন্ম সিঙ্গাপুরেই। যদিও তাঁদের শিকড় ভারতে।

[আরও পড়ুন: ‘মানবজাতির কল্যাণে’ সূর্যমুখী উড়ান, ইসরোকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement