shono
Advertisement
Russia-Ukraine War

'আগে যুদ্ধবিরতি, তারপর কথা', যুদ্ধ বন্ধে পুতিনের আলোচনার প্রস্তাবে কড়া শর্ত জেলেনস্কির

আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুলে আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
Published By: Sucheta SenguptaPosted: 06:08 PM May 12, 2025Updated: 12:53 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধে সাময়িক ইতি টেনে যেদিন সংঘর্ষবিরতি ঘোষণা করা হল, ঠিক তার পরপরই ইউক্রেনকে যুদ্ধ বন্ধে সদর্থক আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। অপেক্ষা ছিল ইউক্রেনের প্রতিক্রিয়া। আর পুতিনের এই প্রস্তাবে রীতিমতো কড়া প্রতিক্রিয়া দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর সাফ কথা, ''আগে যুদ্ধবিরতি হোক, তারপর কথা হবে।'' তবে মস্কোর সঙ্গে আলোচনায় বসে কিয়েভ প্রস্তুত বলেও জানান তিনি। তবে তাঁর শর্ত মানতে হবে, সেকথাও মনে করিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ। লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে ছোট্ট দেশ ইউক্রেনের। তবে পশ্চিমী দুনিয়ার সামরিক সাহায্য নিয়ে এতদিন যুদ্ধ চালিয়ে গিয়েছে দেশটি। মাঝেমধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা লঙ্ঘন করে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ। একাধিক উদ্যোগ সত্ত্বেও যুদ্ধে ইতি টানতে মুখোমুখি বসে আলোচনায় করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। তবে ইউরোপীয় ইউনিয়নের চাপে যুদ্ধবিরতি নিয়ে ভাবনাচিন্তা করতে কিছুটা এগিয়েছেন রুশ প্রেসিডেন্ট। শনিবার গভীর রাতে পুতিন ঘোষণা করেন, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ফেরানো - জোড়া লক্ষ্যেই আলোচনা হতে পারে। কোথায়, কখন বৈঠক হবে, তাও জানান পুতিন। আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুলে আলোচনার প্রস্তাব তাঁর।

পুতিনের সেই প্রস্তাবে সাড়া দিলেও নিজের শর্ত রাখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর দাবি, আগে যুদ্ধবিরতি হোক, তারপর কথা হবে। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, ''আগামী ১৫ তারিখ আমি নিজে পুতিনের জন্য ইস্তানবুলে অপেক্ষা করব। আশা করি, এবার আর রাশিয়া কোনও কিছুর দোহাই দিয়ে বৈঠক বানচাল করবে না।'' এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন আর্জি জানিয়েছে, ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। তারই মাঝে পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। তাই জেলেনস্কির দাবি, আগে যুদ্ধবিরতি ঘোষণা হোক, তারপর কথা হতে পারে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মুখ দেখাদেখি বন্ধ পুতিন-জেলেনস্কির। এখন আগামী বৃহস্পতিবার যদি সত্যিই তাঁরা যুদ্ধ বন্ধ করতে বৈঠকে বসেন, তাহলে তা হবে ঐতিহাসিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুদ্ধ বন্ধ করতে পুতিনের আলোচনার প্রস্তাবে শর্ত দিলেন জেলেনস্কি।
  • 'আগে যুদ্ধবিরতি, তারপর কথা', সাফ বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
Advertisement