shono
Advertisement
PM Modi

প্রধানমন্ত্রী হিসাবে নমোর শপথ, অবশেষে মোদিকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

Published By: Anwesha AdhikaryPosted: 04:08 PM Jun 10, 2024Updated: 04:08 PM Jun 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাল পাকিস্তান। রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোদি। তার পর সোমবার এক্স হ্যান্ডেলে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উল্লেখ্য, এনডিএ নির্বাচনে জেতার পরে পাকিস্তানের তরফে কোনও শুভেচ্ছাবার্তা পাঠানো হয়নি।

Advertisement

জওহরলাল নেহরুর পরে প্রথমবার কোনও প্রধানমন্ত্রী তিনবার শপথ নিয়েছেন। তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথগ্রহণ করেন মোদি (Narendra Modi)। শপথগ্রহণের আগেই বহু রাষ্ট্রনেতাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই আমন্ত্রিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান অভিনন্দন বার্তাটুকুও পৌঁছে দেয়নি ভারতকে। শপথ গ্রহণে আমন্ত্রিতদের তালিকাতেও ছিল না পাকিস্তান (Pakistan)।

[আরও পড়ুন: যুদ্ধজয়ে বাধা নেতানিয়াহুই! ইজরায়েলের যুদ্ধকালীন মন্ত্রক ছাড়লেন ক্ষুব্ধ গানৎজ

কেন মোদিকে অভিনন্দন জানানো হয়নি, সেই নিয়ে মুখ খুলেছিল ইসলামাবাদও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জহরা বালোচ শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ”আমরা ওদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।” সেই সঙ্গেই তিনি বলেন, যেহেতু এখনও নতুন সরকার শপথগ্রহণও করেনি, তাই এখনও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতই ‘অকালীন’ হয়ে যাবে।

তবে সোমবার অবশেষে শুভেচ্ছা এল ওয়াঘার ওপার থেকে। সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) লেখেন, "প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন।" উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ নিজেও। তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য় শাহবাজ শরিফকে অনেক অভিনন্দন। দুদিন কেটে যাওয়ার পর সেই বার্তার জবাব দিয়েছিলেন শাহবাজ।

[আরও পড়ুন: ‘পুনরুজ্জীবিত বিরোধীরা’, মোদির শপথের পর বলছে বিদেশি সংবাদমাধ্যম

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জওহরলাল নেহরুর পরে প্রথমবার কোনও প্রধানমন্ত্রী তিনবার শপথ নিয়েছেন।
  • কেন মোদিকে অভিনন্দন জানানো হয়নি, সেই নিয়ে মুখ খুলেছিল ইসলামাবাদও।
  • চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ নিজেও। তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।
Advertisement