সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আমেরিকায় উইলকিনসনে ডাকাতের হামলায় মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। ২৭ বছরের প্রবীণ কুমার গাম্পা তেলেঙ্গানার বাসিন্দা। তাঁর প্রবাসী বন্ধুরা এবং মার্কিন পুলিশ ছাত্রের দেহ উদ্ধার করে। পরিবারের দাবি, বুধবার ভোরে হামলার সময় হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন যুবক। যদিও ফোন ধরার আগেই কেটে যায়। পালটা ফোন করলে অপরিচিত কণ্ঠস্বর জানায়, ফোনটি কুড়িয়ে পেয়েছেন তাঁরা। এই ঘটনায় অশনি সংকেত পান প্রবীণের বাবা রাঘাভুলু। পরে বাস্তবেই খারাপ খবর আসে।
প্রবীণের তুতো ভাই অরুণ জানান, প্রবাসী বন্ধুরা বলছেন, প্রবীণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। কেউ কেউ বলছেন, দোকানের মধ্যে গুলি করা হয় তাঁকে। এখনও পর্যন্ত ভারতীয় ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। শিকাগোর ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, "প্রবীণ কুমার গাম্পার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি স্নাতকোত্তর পাঠরত ছিলেন উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয়ে। দূতাবাস প্রবীণের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করছে। তাঁদের প্রয়োজনীয় সাহায্য করা হবে। আমাদের আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা রইল শোকাহত পরিবার ও বন্ধুদের প্রতি।"
২০২৩ সালে মার্কিন মুলুকে পাড়ি দেন প্রবীণ কুমার গাম্পা। উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতকত্তোর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। 'পার্টটাইম' কাজের জন্য উইসকনসিনে স্থানীয় একটি দোকানে যোগ দেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে তেলেঙ্গানার বাসিন্দা ২২ বছরের ছাত্র সাই তেজাকে শিকাগোর একটি গ্যাস স্টেশনে গুলি করে এক দুষ্কৃতী। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রের।
