shono
Advertisement
Israel

কবরে পা ঝুলিয়ে হেজবোল্লার নতুন প্রধান! কী এমন বলছে ইজরায়েল?

Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:26 PM Oct 30, 2024Updated: 03:08 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইজরায়েলের নলের ডগায় হেজবোল্লার নতুন প্রধান নাইম কাসেম! এই মুহূর্তে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনটিকে খতম করতে লেবাননে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এর আগে ইহুদি দেশটির হামলায় নিকেশ হন হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা। এর পর মঙ্গলবার 'সুপ্রিমো' হিসাবে কাসেমের নাম ঘোষণা করে হেজবোল্লা। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেল আভিভের হুমকি, 'কাউন্টডাউন শুরু, খুব বেশিদিন আর নয়।'

Advertisement

গাজা যুদ্ধের মাঝেই গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয়েছে ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়েছিল শিয়া জঙ্গি সংগঠনটির রকেট। হামলায় মৃত্যু হয় ১২ জনের। এই ঘটনাতেই আগুনে ঘৃতাহুতি পড়ে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণের ধার বাড়ায় ইজরায়েল। ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি সেনার অভিযানে নিহত হন নাসরাল্লা। কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তরসূরি হাশেম সাফেদ্দিনকেও খতম করে আইডিএফ। তার পর থেকে জল্পনা চলছিল নতুন প্রধান কে হবে? অবশেষে গতকাল বিবৃতি দিয়ে সেক্রেটারি জেনারেল হিসাবে ৭১ বছরের কাসেমকে নির্বাচিত করে হেজবোল্লা।

এর পরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, যেভাবে নাসরাল্লা ও সাফেদ্দিন নিকেশ হয়েছে এবার কি ইজরায়েলের খতম তালিকায় কাসেম? সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবারই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট কার্যত হুমকি দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, 'সাময়িক নিয়োগ। বেশিদিনের জন্য নয়।' আর একটি পোস্টে হিব্রু ভাষায় তিনি লেখেন, 'কাউন্টডাউন শুরু'। বিশ্লেষকদের মতে, ইয়োভ গ্যালান্টের বক্তব্য থেকেই স্পষ্ট যে, খুব তাড়াতাড়ি নাসরাল্লার মতোই পরিণতি হতে চলেছে হেজবোল্লার নতুন প্রধানের।

কে এই নাইম কাসেম? জানা যায়, ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বেইরুটের কেফার ফিলা গ্রামে জন্ম হয় তাঁর। হেজবোল্লার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এই কাসেম। এদিন হেজবোল্লার শুরা কাউন্সিলের ভোটে নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত করা হয় তাঁকে। সেই থেকে প্রায় তিন দশকের বেশি সময় ধরে এই পদে ছিলেন কাসেম। নাসরাল্লার মৃত্যুর পর দীর্ঘ অভিজ্ঞতার জন্য সুপ্রিমো হিসাবে বেছে নেওয়া হয়েছে।

যতদিন যাচ্ছে সংঘাত তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে। ক্রমশ তা ছড়িয়ে পড়ছে আঞ্চলিক স্তরে। এক বছর পেরিয়ে গেলেও রক্তক্ষয়ী সংঘাত থামেনি গাজায়। একে একে নিকেশ হয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ ও নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার। যদিও এখনও নতুন প্রধানের নাম ঘোষণা করেনি হামাস। এর মাঝেই ইরানের সঙ্গে লড়াই শুরু হয়েছে তেল আভিভের। তেহরানের মিসাইল হামলার বদলা নিয়ে পালটা আক্রমণ শানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ক্ষোভের আগুনে ফুঁসছে ইরান। এবার যদি আইডিএফের হামলায় নাইম কাসেমও নিহত হয় তাহলে ইরান-ইজরায়েল সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার ইজরায়েলের নলের ডগায় হেজবোল্লার নতুন প্রধান নাইম কাসেম!
  • এই মুহূর্তে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনটিকে খতম করতে লেবাননে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
  • এর আগে ইহুদি দেশটির হামলায় নিকেশ হন হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা।
Advertisement