সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছর উত্তরপ্রদেশের প্রয়াগারাজে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভ মেলা। যা সাড়া ফেলে দিয়েছে বিশ্বের নানা প্রান্তে। মোক্ষলাভের উদ্দেশে কোটি কোটি ভক্ত ছুটে এসেছিলেন ত্রিবেণী সঙ্গমে। আস্থার ডুব দিয়েছেন দেশ-বিদেশের অন্তত ৬৬ কোটি মানুষ। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটেছে ৪৫ দিন পর, ২৬ ফেব্রুয়ারি। এই মহাকুম্ভ ফের আয়োজিত হবে ১২ বছর পর। কিন্তু তিন বছর পর বসবে কুম্ভ মেলা। ইতিমধ্যেই ভক্তদের মনে আগ্রহ দেখা দিয়েছে এনিয়ে। কবে, কোথায় আয়োজিত হবে কুম্ভ?
নিয়ম অনুযায়ী, প্রত্যেক তিন বছর অন্তর কুম্ভ, ছয় বছর অন্তর অর্ধ কুম্ভ ও ১২ বছর অন্তর আয়োজিত হয় পূর্ণ মহাকুম্ভ। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী- চার শহর ঘুরিয়ে ফিরিয়ে এই ধর্মীয় উৎসবের আয়োজন করে। জানা গিয়েছে, ২০২৭ সালে কুম্ভ মেলার আসর বসবে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ৩৮ কিমি দূরে ত্রিম্বকেশ্বরে। এই শহরটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরীর তীরে অবস্থিত। বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি এই ত্রিম্বকেশ্বর শিব মন্দির। এখনও পর্যন্ত যা খবর সেই অনুযায়ী, ২০২৭ সালের ১৭ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে কুম্ভ মেলা।
মহাসমারোহে এই ধর্মীয় উৎসব আয়োজনের জন্য মুখিয়ে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এই বিষয়ে তিনি কথা বলেছেন 'NASSCOM Technology and Leadership Forum 2025'- এর অনুষ্ঠানে। সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাসিক কুম্ভ মেলার জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে একত্রিত করার রূপরেখা তৈরি হচ্ছে। যাঁরা পবিত্র জলে স্নান করতে পারবেন না তাঁরা প্রযুক্তির মাধ্যমে এর মাহাত্ম্য অনুভব করতে পারবেন।
এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল মহাকুম্ভ’-এর স্বপ্ন সার্থক করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বপ্নের বাস্তবায়নে রাজ্যের নতুন প্রতিষ্ঠিত ৭৬তম জেলা ‘মহাকুম্ভ নগরে’ রেকর্ড সময়ে যাবতীয় নাগরিক পরিষেবা প্রদান করেছিলেন যোগী। মেলা আয়োজনে ডিজিটাল প্রযুক্তিকে ব্যাপক হারে কাজে লাগিয়েছিলেন তিনি। যোগী সরকারর তরফে তৈরি করা হয়েছিল ‘মহাকুম্ভ ল্যান্ড অ্যান্ড ফেসিলিটি অ্যালোকেশন’ অ্যাপ। সেখানে এক ক্লিকেই জানা যাচ্ছিল পুণ্যার্থীদের প্রয়োজনের যাবতীয় তথ্য। মেলায় অংশগ্রহণেরও আবেদন করা গিয়েছিল এই অ্যাপেই। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্যার্থীদের জন্য গড়ে তোলা হয়েছিল এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ফলে এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন ২০২৭ সালের নাসিক কুম্ভ মেলার জন্য।